Tolly Gossip: এক হয়েও প্রিয়াঙ্কার সঙ্গে মিটছে না দূরত্ব? মুখ খুললেন রাহুল

Tolly Gossip: দীর্ঘ বিবাদ ভুলে ছেলে সহজের মুখ চেয়ে আবারও সম্পর্ক সহজ করে নিয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। এক ছাদের তলায় থাকতেও শুরু করেছেন তাঁরা। এই পুজোয় একসঙ্গে বেরিয়েছেন। ঠিক তেমনই দীপাবলীর রাতেও তিন জনে একসঙ্গেই ছিলেন। স্ত্রী ও ছেলের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন রাহুল নিজেই।

Tolly Gossip: এক হয়েও প্রিয়াঙ্কার সঙ্গে মিটছে না দূরত্ব? মুখ খুললেন রাহুল
পরিবারের সঙ্গে।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 14, 2023 | 7:19 PM

দীর্ঘ বিবাদ ভুলে ছেলে সহজের মুখ চেয়ে আবারও সম্পর্ক সহজ করে নিয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। এক ছাদের তলায় থাকতেও শুরু করেছেন তাঁরা। এই পুজোয় একসঙ্গে বেরিয়েছেন। ঠিক তেমনই দীপাবলীর রাতেও তিন জনে একসঙ্গেই ছিলেন। স্ত্রী ও ছেলের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন রাহুল নিজেই। সেই ছবিতে রাহুল ও প্রিয়াঙ্কার মাঝে দূরত্ব দেখে এক নেটিজেন মন্তব্য করেন, “তাও যেন একটা দূরত্ব থেকে যাচ্ছে।” সাধারণত কটাক্ষের জবাব দিতে বিরতই থাকেন তারকারা। তবে রাহুল এ ক্ষেত্রে তা করেননি। বরং সেই ব্যক্তিকে কড়া ভাষায় জবাব দিতে দেখা গিয়েছে তাঁকে। রাহুল লেখেন, “এক কাজ করব। নম্বর পাঠাব, কখন কখন কাছে থাকছি জানিয়ে দেব।” রাহুলের এই হাস্যরস বোধে তারিফ করেছেন নেটিজেনরাও। তাঁদের বক্তব্য, “সুন্দর ভাবেও যে বেঁধা যায়, সেই প্রমাণই যেন দিলেন রাহুল।”

গত বছরই টিভিনাইন বাংলাজানিয়েছিল, রাহুল ও প্রিয়াঙ্কার সম্পর্কের তিক্ততা মিটতে চলেছে। তাঁরাও যেন সেই ইঙ্গিতই দিচ্ছিলেন হাবেভাবে। অবশেষে এই বছরের শুরুতে নিজেদের মিলনের কথা অফিসিয়ালি জানান তাঁরা। এই মুহূর্তে তিন জনে দিব্য আছেন। কিন্তু তাঁদের নিয়ে এই সব গসিপকে যে একেবারেই প্রশ্রয় দিতে চান না রাহুল, সেই প্রমাণই যেন মিলল এবার।