Tolly Gossip: যাঁর সঙ্গে রোম্যান্স করেছিলেন যশ, তাঁর সঙ্গেই নতুন বন্ধুত্ব নুসরতের?
Tolly Gossip: পুজোর মরসুমে যশ দাশগুপ্ত দিয়েছিলেন এক মেগা সারপ্রাইজ। ভক্তদের উপহার দিয়েছিলেন তাঁর হিন্দি ছবি 'ইয়ারিয়ান ২'। বিগ ব্যানার, বিগ বাজেটের ছবি যদিও বক্সঅফিসে পুরোপুরি মুখ থুবড়ে পড়ে! তবে ছবির গান ও নায়িকা দিব্যা খোসলা কুমারের সঙ্গে যশের রসায়ন দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। শুধু কি তাই?
পুজোর মরসুমে যশ দাশগুপ্ত দিয়েছিলেন এক মেগা সারপ্রাইজ। ভক্তদের উপহার দিয়েছিলেন তাঁর হিন্দি ছবি ‘ইয়ারিয়ান ২’। বিগ ব্যানার, বিগ বাজেটের ছবি যদিও বক্সঅফিসে পুরোপুরি মুখ থুবড়ে পড়ে! তবে ছবির গান ও নায়িকা দিব্যা খোসলা কুমারের সঙ্গে যশের রসায়ন দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। শুধু কি তাই? দিব্যা যখন কলকাতায় এসেছিলেন তখন এই যশই তাঁকে নিয়ে গিয়েছিলেন কালীঘাটে পুজো দিতে। সেই দিব্যার সঙ্গে নুসরত জাহানেরও যে বেজায় সখ্য গড়ে উঠেছে, সে প্রমাণ পাওয়া গেল এক ছবিতে।
সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পারফর্ম করতে দেখা গিয়েছে নুসরতকে। ওই অনুষ্ঠানে ‘রেট্রো’ লুকে নিজেকে সাজিয়েছিলেন বসিরহাটের সাংসদ। নাচ করেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়সহ অন্যান্য গুণী মানুষের গাওয়া গানে। সেই ছবিই শেয়ার করতেই দিব্যা নুসরতকে লেখেন, ‘ভীষণ মিষ্টি’। যদিও সেই কমেন্টের উত্তর দিতে দেখা যায়নি নুসরতকে। বরং নুসরতকে সুন্দর বলায় নেটিজেনদের চক্ষুশূল হতে হয়েছে দিব্যাকে।
বরাবরই ট্রোলারদের বড়ই প্রিয় নুসরত জাহান। তাঁর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সাজপোশাক নিয়ে আলোচনার কিন্তু শেষ নেই। সম্প্রতি খোলা পোশাকে নিজের একাধিক ছবি পোস্ট করতে দেখা গিয়েছে নুসরতকে। তা নিয়ে সমালোচিত হয়েছেন তিনি। যদিও নুসরত থেমে যাননি। ফের পোস্ট করেছেন খোলা ছবি, যেখানে দৃশ্যমান তাঁর বক্ষ বিভাজিকা। নিজেকে ভগবানের পছন্দের সন্তান বলে অতীতে দাবি করেছেন নুসরত। তাই যাই হয়ে যাক না কেন, ট্রোলিংকে পাত্তা দিতে রাজি নন তিনি।
View this post on Instagram