Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ishaa Saha: দেবদা’র ছবির প্রিমিয়ারেও যাব তাহলে সেটা নিয়েও চর্চা হোক: ঈশা সাহা

Ishaa Saha: গত বছরের শেষ থেকেই ইন্দ্রনীল ও ঈশার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। শোনা যায়, ঈশার সঙ্গে সম্পর্কের কারণেই বরখা বিস্তের সঙ্গে ১৩ বছরের সংসার ভাঙতে চলেছে অভিনেতার।

Ishaa Saha: দেবদা'র ছবির প্রিমিয়ারেও যাব তাহলে সেটা নিয়েও চর্চা হোক: ঈশা সাহা
ঈশা সাহা
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2022 | 4:03 PM

বুধবার রাত থেকে ঈশা সাহা (Ishaa Saha) ও ইন্দ্রনীল সেনগুপ্তের ‘সম্পর্ক’ নিয়ে আবারও চর্চা। বুধবার ছিল সন্দীপ রায় পরিচালিত ‘হত্যাপুরী’র প্রিমিয়ার। ওই ছবিতে ইন্দ্রনীল সেনগুপ্ত ফেলুদা। ইন্দ্রনীলের ছবির প্রিমিয়ারের রাতে টলিপাড়ার অন্যান্য তারকার সঙ্গে হাজির ছিলেন অভিনেত্রীও। এর পর থেকেই ফিসফাস, গুঞ্জন। তবে কি প্রেমের খবরই সত্যি? এ নিয়ে যখন অন্দরমহলে টিভিনাইন বাংলার কাছে মুখ খুললেন ঈশা। তিনি কার্যতই অবাক এবং একই সঙ্গে বিরক্ত। তাঁর সোজাসাপটা উত্তর, “টলিউডের একটা ছবির প্রিমিয়ারে গিয়েছি, সেটা নিয়েও কথা? আমি তো দেব ও মিঠুন চক্রবর্তীর আগামী ছবি ‘প্রজাপতি’র প্রিমিয়ারেও যাব, তখন সেটা নিয়েও চর্চা হবে কী? তবে সেটা নিয়েও চর্চা হোক।” এরপরেই খানিক গর্জে উঠেই ঈশা বলেন, “যে বা যারা আমার প্রিমিয়ারে যাওয়া নিয়ে কথা রটাচ্ছে, তাঁদের একটা কথাই বলব ‘গেট আ লাইফ’।

গত বছরের শেষ থেকেই ইন্দ্রনীল ও ঈশার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। শোনা যায়, ঈশার সঙ্গে সম্পর্কের কারণেই বরখা বিস্তের সঙ্গে ১৩ বছরের সংসার ভাঙতে চলেছে অভিনেতার। তাঁরা যে আলাদা থাকছেন সে খবরও প্রকাশ্যে আসে। বিবাহিত পুরুষের সঙ্গে নাম জড়ানোয় কী প্রতিক্রিয়া ঈশার? রয়েছে খারাপ লাগা? এ নিয়ে টিভিনাইন বাংলার কাছে আগে একবার মুখ খুলছিলেন ঈশা। তিনি বলেছিলেন, “বিতর্ক যখন সৃষ্টি হয়েছিল আমি নিজে থেকে তা করিনি। যারা এই বিতর্ক সৃষ্টি করেছেন তাঁরাই বলতে পারবেন কেন এসব কথার সৃষ্টি হল”। মুখ খুলেছিলেন ইন্দ্রনীলও। তিনি বলেছিলেন, “তারকাদের জীবন সব সময়েই লোকচক্ষুর সামনে থাকে। তাঁদের কাজ, পারিবারিক জীবন নিয়ে সারাক্ষণ কাটাছেঁড়া চলে। আমি সেই আলোচনায় অংশ নিতে চাইনি, আর চাইবও না। এটা আমার সচেতন সিদ্ধান্ত”।

এই মুহূর্তে দুজনেই ব্যস্ত কাজ নিয়ে। এই পুজোতে দু’দুটো ছবু মুক্তি পেয়েছিল ঈশার। তার মধ্যে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ সুপারহিট হয়েছিল। অন্যদিকে ইন্দ্রনীলও নতুন ছবির প্রচারে ব্যস্ত। আর গুঞ্জন? সে তো থামার নয়।