রঞ্জন ঘোষের পরিচালনায় তৈরি ‘হৃদমাঝারে’ এখনও দর্শক ভুলতে পারেননি। সমালোচকদের মতে উইলিয়াম শেক্সপিয়ারের ‘ওথেলো’র অন্যতম অভিযোজন এই ছবি। রঞ্জন তৈরি করেছেন আরও ছবি, যেমন ‘রংবেরঙের কড়ি’, ‘আহারে’। পরিচালকের পরবর্তী ছবির নাম ‘মহিষাসুরমর্দিনী’। সম্প্রতি ছবির শুটিং শেষ করলেন রঞ্জন।
ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো টলি তারকা। যাঁরা কেবল বাংলা নয়, সমান তালে অভিনয় করেন হিন্দি ছবিতেও। চুঁচুড়ায় শুটিং শেষ হল ছবির। একটি দিনের গল্প বলে এই ছবি। কোনও প্রোটাগনিস্ট নেই সেই অর্থে।
ছবির শুটিং শেষ করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন রঞ্জন। সেটের বেশ কিছু ছবি শেয়ার করে সেখানে তিনি লিখেছেন, “অবশেষে মহিষাসুরমর্দিনীর শুটিং শেষ হল। খুবই কঠিন শিডিউল ছিল। পবন কানোডিয়াকে অনেক ধন্যবাদ জানাতে চাই। ভাল কাজ হয়েছে। ছবিতে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক কর, সাহেব ভট্টাচার্য, পৌলমী দাস, শ্রীতমা দে, অরুনিমা প্রমুখ।”
ছবির নাম থেকেই বোঝায়, সেখানে নারীর ক্ষমতার কথাই বলতে চেয়েছেন পরিচালক। দুর্গাপুজোর একটি রাতের গল্প ‘মহিষাসুরমর্দিনী’। দেখানো হবে নারীরা কেবল গার্হস্থ্য হিংসার শিকারই নন, তাঁরা প্রতিনিয়ত এর সঙ্গে লড়াই করে চলেছেন। ছবিতে এক পাইলটের চরিত্রে ঋতুপর্ণা। চরিত্রের নাম স্তুতি। ঋতুুপর্ণা জানিয়েছেন, স্তুতি চরিত্রটি কম কথা বলে। সে অত্যন্ত ব্যক্তিত্বময়ী। একটা সময় আসে যখন তাঁকে জীবনের কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। মেয়েটি বিবাহিত কিন্তু তাঁর স্বামীকে ছবিতে দেখা যায় না।” ছবিতে শ্বাশত এক রাজনৈতিক নেতা। পরমব্রতকে দেখা যাবে ভোটকুশলীর চরিত্রে।
আরও পড়ুন: ‘মাসাবা মাসাবা সিজন টু’-এর শুটিংয়ের জন্য তৈরি; কাশ্মীরের রাজ্যপালের সঙ্গে দেখা করলেন পরিচালক
আরও পড়ুন: খোকা চললেন মেলবোর্ন! সঙ্গী অপু, সৌমিত্র, সুজাতারাও