‘পুরোটাই ছিল মাথা দিয়ে…’ কী প্রসঙ্গে এক গাল হাসিতে এ কথা বললেন জয়া আহ্সান?

শাড়ি পরিহিতা জয়া আহ্সানের হাতে কৃষ্ণ রমণী...

'পুরোটাই ছিল মাথা দিয়ে...' কী প্রসঙ্গে এক গাল হাসিতে এ কথা বললেন জয়া আহ্সান?
জয়া আহ্সান।
Follow Us:
| Updated on: Apr 03, 2021 | 10:36 AM

ওপার বাংলার অভিনেত্রী এপার বাংলার ‘ব্ল্যাক লেডি’কে ছুঁয়ে দেখলেন। জয়া আহ্সানের কাছে এ যে এক অন্যরকম অনুভূতি। তাও আবার একটি নয়, দু-দুটি ছবির জন্য ফিল্মফেয়ার। অতনু ঘোষের ছবি ‘রবিবার’ এবং কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘বিজয়া’র জন্য সেরা অভিনেত্রী (ক্রিটিক্স)-এর জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেলেন জয়া।

 

আরও পড়ুন মারাত্মক ব্যথায় ভুগছেন ফাতিমা, হারিয়ে ফেলছেন একের পর এক অনুভূতি!

 

‘ব্ল্যাক লেডি’ হাতে নিয়ে জয়া পোস্ট করেন একটি ছবি। ক্যাপশনে এক সুন্দর লেখাও জুড় দিয়েছেন। জয়া লেখেন, ‘ফিল্মফেয়ারের কৃষ্ণ রমণী আবারও বাংলাদেশে এল। অতিমারির বিষণ্ন দিনে এই তো আনন্দ। যেকোনো পুরস্কারই এমন একটা মাইলফলক যা শিল্পীকে বলে, ‘তুমি এটা পার হয়ে এগিয়ে যাও।’…’

এখানেই থামেননি জয়া। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীর প্রসঙ্গ টেনে লেখেন, ‘ফিল্মফেয়ারের নিয়ম ভেঙে পুরস্কারটা এবার এসেছে দুটো ছবির জন্য। একটা ‘বিজয়া’, আরেকটা ‘রবিবার’। পুরস্কারটা এল, যখন মার্চ মাসে মুক্তিযুদ্ধের ৫০ বছরের উদ্‌যাপন চলছে। মুক্তিযুদ্ধে রক্তের বন্ধনে বাংলাদেশ—ভারত মৈত্রীর যে সূচনা হয়েছিল, এ বছরটি তারও সুবর্ণজয়ন্তী। আর ‘বিজয়া’ ছবির ভেতরে বয়ে চলেছে বাংলাদেশ আর ভারতের মানুষের ভালোবাসারই ঝরনাধারা।

 

 

আমার করা এ ছবির পদ্মা চরিত্রটি বাংলাদেশের প্রাণের গভীর থেকে উঠে আসা। আর ‘রবিবার’ একটি ওপেন–এন্ডেড ছবি। আমার করা সায়নী চরিত্রটি না–আলো না–অন্ধকার। ঘটনা পর্দায় ঘটে না, ঘটে ওর মনে। তাই পুরো অভিনয়টাই ছিল সেরিব্রাল। দারুণ একটা নতুন অভিজ্ঞতা হল আমার। সায়নী কত কী যে শেখাল। ভালবাসা কৌশিকদা আর অতনুদার জন্য। আর আনন্দ তাঁদের জন্য, যাঁরা আমাকে এতদিন ধরে নিঃশর্ত ভালোবাসা আর অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছেন। সবাইকে নিয়ে আমার এই পথ চলাতেই আনন্দ।’