AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengali Movie: শহরে আসছে নতুন গোয়েন্দা, বাইশগজে পারদর্শী, পড়েন ডাক্তারিও

Bengali Movie: ছবিটির পরিচালক দুলাল দে। এই ছবির মধ্যে দিয়েই টলিউডে পরিচালক হিসেবে ডেবিউ হতে চলেছে ক্রীড়া সাংবাদিক তথা চিত্রনাট্যকার -অভিনেতা দুলাল দে'র। গোয়েন্দার অভাব নেই সাহিত্যে, আবারও এক নতুন গোয়েন্দার আমদানি কেন?

Bengali Movie: শহরে আসছে নতুন গোয়েন্দা, বাইশগজে পারদর্শী, পড়েন ডাক্তারিও
শহরে আসছে নতুন গোয়েন্দা, বাইশগজে পারদর্শী, পড়েন ডাক্তারিও
| Edited By: | Updated on: Sep 10, 2023 | 3:21 PM
Share

হালফিলে ছোট-বড় সব পর্দা মিলিয়ে শো বিজে গোয়েন্দা গল্পের অভাব নেই। দেব হচ্ছেন ব্যোমকেশ, ওদিকে একেনরূপী অনির্বাণ চক্রবর্তী আনছেন নতুন সিরিজ। এরই মাঝে আরও এক গোয়েন্দার আগমন ঘটতে চলেছে টলিপাড়ায়। নাম তাঁর অরণ্য। না, এ অরণ্যের সত্যান্বেষণ পেশা নয়। তিনি ডাক্তারি পড়ুয়া,  তবে ক্রিকেটে সিদ্ধহস্ত। বাইশগজ তাঁর হাতের মুঠোয়। কলকাতা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে খেলেন তিনি। এ হেন অরণ্যের জামাইবাবু আবার সিআইডি অফিসার। হঠাৎই ঘটে যায় এক ঘটনা। মৃত্যু হয় এক চিকিৎসকের। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই তদন্তে জড়িয়ে পড়েন অরণ্য ও জামাইবাবু সুদর্শন হালদার। ছবির নাম ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’। মুখ্য ভূমিকায় থাকছেন জিতু কামাল। আর জামাইবাবুর ভূমিকায় দেখা যাবে শিলাজিৎ মজুমদারকে।

ছবিটির পরিচালক দুলাল দে। এই ছবির মধ্যে দিয়েই টলিউডে পরিচালক হিসেবে ডেবিউ হতে চলেছে ক্রীড়া সাংবাদিক তথা চিত্রনাট্যকার -অভিনেতা দুলাল দে’র। গোয়েন্দার অভাব নেই সাহিত্যে, আবারও এক নতুন গোয়েন্দার আমদানি কেন? এ প্রসঙ্গে দুলালের বক্তব্য, “আসলে আমি এমন এক গোয়েন্দা আনতে চলেছি যে ক্রিকেটের বাইশ গজেও সিদ্ধহস্ত। সেই কারণেই জিতু কামালকে নেওয়া। কারণ জিতু কামাল ক্রিকেট ভাল খেলে। ও টল-ডার্ক-হ্যান্ডসাম। সব মিলিয়ে চরিত্রটার সঙ্গে যেন একেবারে মিলে গিয়েছে।”

পরিচালক যোগ করেন, “আমার পরিচালক হিসেবে ডেবিউ হচ্ছে ঠিকই কিন্তু এর আগে আমি ‘গোলন্দাজ’ লিখেছি। বেশ কিছু সিরিয়াল লিখেছি। আমাকে দেব বলেছিল, যদি আমি পরিচালনায় আসতে চাই তবে  ক্যামেরার সামনে ও পিছনে কাটাতে হবে। সেটাই আমি করে এসেছি। পরিচালনার ইচ্ছে ছিলই। গত দেড় বছর ধরে তাই এই স্ক্রিপ্টটা আমি লিখেছি। সাসপেন্স থ্রিলার বলে হয়তো সবটা বলতে পারছি না। তবে এই ছবি আপনাকে চমকে দেবে।” শুধু জিতু অথবা শিলাজিৎ নন, এই ছবিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে, সুহত্র মুখোপাধ্যায়, রফিয়াৎ রশিদ মিথিলা ও লোকনাথ দে’কে। থাকবেন প্রাক্তন রেডিও জকি সায়ন ও বিশেষ চরিত্রে কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ও। শুটিং হবে কৃষ্ণনগর, বারুইপুর, বানতলা, বেলগাছিয়া জুড়ে। খুব শীঘ্রই শুরু হবে শুটিং। গোয়েন্দার অভাব নেই বঙ্গে তবে জিতু কতটা মন জয় করতে পারেন, এখন সেটাই দেখার।