২৪ মার্চ রাতে হঠাৎই প্রয়াত হন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির হিরো অভিষেক চট্টোপাধ্যায়। রেখে গিয়েছেন স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় ও একমাত্র কন্যা সন্তান সাইনাকে। সাইনাকে আদর করে ‘ডল’ নামে ডাকতেন অভিষেক। জন্ম থেকে মেয়ের কাছে তাঁর বাবাই ছিল সেরা হিরো। বাবাকে অনুসরণ করেই সে চলত। বাবার আদর্শকেই পাথেয় করেছে সে। সেই বাবা আজ তারাদের দেশে। এই কঠিন মুহূর্তে মা সংযুক্তাই তাঁর শক্ত অবলম্বন। তিনিই বাবা-মায়ের কর্তব্য পালন করবেন। বাবার মতো ডলও অভিনয়কেই করতে চায় নিজের ধ্যানজ্ঞান। অভিষেকও তাই-ই চাইতেন। মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন ছিল তাঁর। তা বলে নিজের ইচ্ছেকে মেয়ের উপর চাপিয়ে দিতে চাননি অভিষেক। সহজাতভাবেই মেয়ে অভিনয়ে ইচ্ছাপ্রকাশ করেছিল। সেই স্বপ্নকেই সত্যি হতে দেখতে চেয়েছিলেন অভিষেক। কিন্তু টলিউডে লঞ্চ করতে চাননি মেয়েকে। তাঁর ছিল অন্য পরিকল্পনা। TV9 বাংলাকে একান্তভাবে জানিয়েছেন স্ত্রী সংযুক্তা।
TV9 বাংলাকে অভিষেকের স্ত্রী সংযুক্তা বলেছেন, “আমি ডেফিনেটলি চাই না। কিন্তু ডল চায় অভিনয় করতে। ফলে আমার ইচ্ছের জায়গাটা মিক্সড। এছাড়াও অভিষেক নিজে চাইত ডল অভিনেত্রী হোক। এই কারণে চাইত, কারণ ও ভেবেছিল বলিউডে ডলকে লঞ্চ করবে। টলিউডে একেবারেই ডলকে লঞ্চ করতে চাইত না। কারণটা ছিল পলিটিক্স। টলিউডের নোংরা রাজনীতি। যে রাজনীতির শিকার অভিষেক নিজে। ফলে মেয়ে সেই রাজনীতির শিকার হোক, বাবা হিসেবে কখনওই ও চাইত না।”
মেয়েকে বলিউডে লঞ্চ করার দায়িত্ব এখন সংযুক্তার কাঁধেই। কিন্তু তিনি সাফ জানিয়েছেন, “আমি নিজে থেকে কারও কাছে যাব না। কেউ যদি মনে করেন ডল বলিউডের কোনও প্রজেক্টে কাজ করার উপযুক্ত, তা হলে তাঁরা নিজেরাই আসবেন।”
অভিষেকের শ্রাদ্ধের দিন ডল TV9 বাংলাকে বলেছিল, “আমি অভিনয় করতে চাই। আমি অভিনয় করতে পারি। কিন্তু এখনও সুযোগ পাইনি।”
আরও পড়ুন: Abhishek Chatterjee Demise: স্কুলে যাওয়ার আগে বাবার ছবিকে আদর করল মৃত অভিষেকের কন্যা