AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mimi Chakraborty: প্রথমবার ‘তাকে’ ছাড়া লক্ষ্মীপুজো, মন খারাপ মিমির

কিন্তু এত আলো, এত সাজসজ্জার ভিড়েও মিমির মন ভার। নায়িকা ফিরে গেলেন এক বছর আগের সময়ে।

Mimi Chakraborty:  প্রথমবার 'তাকে' ছাড়া লক্ষ্মীপুজো, মন খারাপ মিমির
লক্ষ্মীপুজোয় মিমি
| Edited By: | Updated on: Oct 21, 2021 | 1:46 PM
Share

তিনি সাংসদ,তিনি অভিনেত্রী। কথা হচ্ছে মিমি চক্রবর্তীর। তবে এই পরিচয়টাই তাঁর শেষ নয়। মিমির ইনস্টাগ্রাম হ্যান্ডেলটি যদি ঢুঁ মারেন তাহলে দেখবেন তাঁর ইন্ট্রোডাকশনের প্রথমে লেখা অভিনেত্রী আর তারপরেই লেখা ‘পেট প্যারেন্ট।’ শুধু লেখা নয়, তিনি যে আক্ষরিক অর্থেই মা, তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে তা বেশ স্পষ্ট । লক্ষ্মীপুজোর দিন সবাই ব্যস্ত মায়ের আরাধনায়। শত ব্যস্ততার মধ্যেও নায়িকা কিন্তু মিস করছেন একজনকেই। সে আর কেউ নয় তাঁর প্রাণের বড় ছেলে চিকু।

লক্ষ্মীপুজোর সন্ধেতে শাড়ি, গয়না পড়ে অভিনেত্রীর ধন দেবীর আরধনার ছবি ইতিমধ্যেই দেখে ফেলেছেন দর্শকরা। কিন্তু এত আলো, এত সাজসজ্জার ভিড়েও মিমির মন ভার। নায়িকা ফিরে গেলেন এক বছর আগের সময়ে। যখন তাঁর জীবনে ছিল বড় চিকু। চিকুর সঙ্গে খিচুরি খাওয়ার ছবি শেয়ার করে নায়িকা লিখলেন, “খিচুরি তোর প্রিয়, কিন্তু এই বছর তো আর নিজে হাতে খাইয়ে দিতে পারব না। মাম্মা, তুই খেয়ে নিস। মা তোকে খুব মিস করে।”

মিমি চক্রবর্তীর জীবনে দুটি গুরুত্বপূর্ণ নাম চিকু এবং ম্যাক্স। এখন যদিও চিকু জুনিয়র। কিন্তু জুনিয়র যতই আসুক না কেন, ভালবাসার কি কখনও পরিবর্তন হয়? তাঁর সোশ্যাল মিডিয়ায় একটু ঢুঁ দিলেই দেখা যায় সন্তানদের নিয়ে কখনও তাঁর আদুরে পোস্ট। কখনও আবার তাদের নিয়ে ঘুরে বেড়ানোর ছবি। কখনও আবার তাদের আবদারে নিজেকে সামিল করছেন।

সন্তানদের ভালবাসাই মিমির জীবনের অক্সিজেন। গোটা লক ডাউনে তাঁর মেন্টাল সাপোর্টও ছিল এই চিকু আর ম্যাক্স। সময়ের পরিবর্তন হবে। নতুন সদস্য যেই আসুক না কেন চিকু রয়ে যাবে তাঁর মনের মণিকোঠায়। জুনিয়র চিকু কি তাঁর চিকুর জায়গা নিতে পারবে? এই প্রশ্নে নায়িকার উত্তর, “ যেই আসুক, যেই যাক চিকুর জায়গা কখনও পূরণ হবে না। ও আমার পরিশ্রম দেখেছে। আমার কিছু না থেকে আজকের জায়গা দেখেছে।” মায়ের ভালবাসা তো এমই হয়।

আরও পড়ুন:Koneenica Banerjee: ‘আয় তবে সহচরী’র হাত ধরে মিলে গেল কনীনিকার অতীত এবং বর্তমান!

 আরও পড়ুন:Shah Rukh Khan: আরিয়ানের সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলে গেলেন শাহরুখ খান

আরও পড়ুন: Breathe’s new season: অভিষেকের নতুন জার্নি, শুভেচ্ছা জানালেন অমিতাভ