শিলাদিত্যের পরবর্তী ছোট ছবি, অভিনয়ে সুদীপ্তা চক্রবর্তী ও গুলশনারা খাতুন
দুই মহিলার উপর কী প্রভাব ফেলে মহাকালী, সেটা নিয়েই নারীকেন্দ্রিক গল্প। আরও বেশি দর্শকের কাছে পৌঁছনোর জন্য এবারও হিন্দি ভাষাকেই বেছে নিয়েছেন শিলাদিত্য।
অধিকাংশ ভারতীয় বাড়ির গৃহবধূদের বিনোদনের রসদ জোগায় মেগা সিরিয়াল। তাঁদের মনোরঞ্জনের জন্য নির্মাতারা মরিয়া। নিত্যদিন নতুন নতুন কনসেপ্ট নিয়ে তৈরি হয় মেগা সিরিয়ালের গল্প। মেগার চরিত্ররা হয়ে ওঠে গৃহবধূদের পরমপ্রিয়। তাঁদের সুখ-দুঃখের সঙ্গী। অন্যদিকে সিরিয়ালের সঙ্গে যুক্ত অভিনেতারাও নিজেদের দর্শকের কাছে গ্রহণযোগ্য করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। কখনও-সখনও নিজেদের বসিয়ে ফেলেন দর্শকের আসনেও। তাঁদের জীবনকে আপন করে নিতে চান। দর্শকের মনেও অভিনয় না করতে পারার অসম্পূর্ণ বসনা থাকতে পারে। সেই প্রচলিত প্রবাদের মতো – ‘নদীর এপার কহে ছাড়িয়ে নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস’। এই বিষয়টি নিয়েই একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি তৈরি করেছেন পরিচালক শিলাদিত্য মৌলিক। ছবির নাম ‘মহাকালী’। নারীশক্তির কথা বলবে এই শর্ট ফিল্ম। ছবির ভাষা হিন্দি।
আরও পড়ুন: “অন্ধকারে মুখ লুকোবেন না”, বলছেন শাশ্বত ‘বব বিশ্বাস’
ছবিতে দুটি মুখ্য চরিত্র। একজন বাড়ির ঘরোয়া বউ। সেই চরিত্রে অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী। অন্য চরিত্রটি এক অভিনেত্রীর। ছবির চিত্রনাট্য অনুযায়ী একটি মেগা সিরিয়ালে মা কালীর চরিত্রে অভিনয় করে সে। সেই চরিত্রে অভিনয় করেছেন স্টেজ ও ধারাবাহিকের অভিনেত্রী গুলশনারা খাতুন। সম্প্রতি শেষ হয়েছে ছবির শুটিংও। শুটিংয়ের অনুমতি পাওয়ার পর, কোভিড বিধি মেনে কলকাতাতেই হয়েছে শুটিং। টিভি নাইন বাংলাকে জানিয়েছেন পরিচালক। তিনি আরও বলেছেন, “একটি অন্যধরনের গল্প দর্শককে শোনাতে চাই আমি। আমরা অনেকেই ভগবানে বিশ্বাস করি। কিন্তু কেউই ভগবানকে দেখিনি। বলা হয় মহিলাদের মধ্যে দুর্গা বা কালীর ছাপ রয়েছে। মহাকালীকে নিয়ে একটা দোলাচল আছে গোটা ছবিটা জুড়ে। এখানে আমার দুজন নায়িকা। একজন একটি ধারাবাহিকে কালীর চরিত্রে অভিনয় করেন। অন্যজন বাড়ির বউ। এই কালী চরিত্রটি এই দুই মহিলার উপর কী প্রভাব ফেলে, সেটা নিয়েই একটা উওম্যান এমপাওয়ারমেন্টের গল্প।” আরও বেশি দর্শকের কাছে পৌঁছনোর জন্য এবারও হিন্দি ভাষাকেই বেছে নিয়েছেন শিলাদিত্য। পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ছবিটি প্রথমে দেখানো হবে দেশ-বিদেশের বিভিন্ন ফেস্টিভ্যালে।
শিলাদিত্যর সঙ্গে এই প্রথম কোনও কাজ করলেন সুদীপ্তা ও গুলশনারা। টিভি নাইন বাংলা থেকে যোগাযোগ করা হলে সুদীপ্তা বলেন, “খুব অন্যরকম একটা গল্প। একজন গৃহবধূ অভিনেত্রী হতে চায়। আর একজন অভিনেত্রী গৃহবধূ হতে চায়। শিলাদিত্য খুব এক্সপেরিমেন্ট করেছে কাজটা নিয়ে। আমার খুব মজা লেগেছে। খুব কঠিন একটি বিষয়কে সহজভাবে দেখাতে চেয়েছে ও। সেটা আমার খুব ভাল লেগেছে।”
চুনিপান্না, ফেলনার মতো বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করেছেন গুলশনারা। থিয়েটার অভিনয়ে পারদর্শী গুলশান কাজের ব্যাপারে বেশ খুঁতখুঁতে। নিজেকে কথা দিয়েছেন, ‘খারাপ’ ছবি কিংবা ‘খারাপ’ মেগা সিরিয়ালে তিনি অভিনয় করবে না। স্পষ্টই জানিয়েছেন, “নেটফ্লিক্সের কাজ বলেই আমি অর্ধনগ্ন কোনও চরিত্র করব না। মুম্বইয়ে সুযোগ পাওয়ার জন্য অনেক অভিনেত্রীকেই এমন সমঝোতা করতে দেখি এখন। সেদিক থেকে দেখতে গেলে শিলাদিত্যদার এই কাজটা আমার খুব ব্যতিক্রমী বলে মনে হয়েছে।”