Nusrat-Mimi: প্রিয়জন হারিয়ে শোকে পাথর নুসরত, পাশে দাঁড়ালেন মিমি-জুনেরা

Nusrat-Mimi: ভাল নেই নুসরত জাহান। ছেলের মতো মানুষ করেছিলেন যাকে সেই হ্যাপি আর নেই। নেই যশ ও নুসরতের আদরের পোষ্য। যারা নুসরত জাহান ও যশ দাশগুপ্তের সামাজিক মাধ্যম অনুসরণ করেন, তাঁরা জানেন যে তাঁদের হৃদয় জুড়ে ছিল হ্যাপির অধিষ্ঠান।

Nusrat-Mimi: প্রিয়জন হারিয়ে শোকে পাথর নুসরত, পাশে দাঁড়ালেন মিমি-জুনেরা
নুসরত-মিমি।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 04, 2023 | 5:27 PM

ভাল নেই নুসরত জাহান। ছেলের মতো মানুষ করেছিলেন যাকে সেই হ্যাপি আর নেই। নেই যশ ও নুসরতের আদরের পোষ্য। যারা নুসরত জাহান ও যশ দাশগুপ্তের সামাজিক মাধ্যম অনুসরণ করেন, তাঁরা জানেন যে তাঁদের হৃদয় জুড়ে ছিল হ্যাপির অধিষ্ঠান। তাঁদের প্রতিটা পোস্টে ফিরে ফিরে আসত হ্যাপির দিন-যাপন। হ্যাপি মূলত যশের কুকুর। কিন্তু নুসরত যশের জীবনে আসার পর থেকেই হ্যাপিও সাংসদ-অভিনেত্রীর জীবনের অঙ্গ। সেই আদরের ছেলেই আর নেই! নুসরতের এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন বোনুয়া মিমি চক্রবর্তী। কিছু মাস আগে এই শোক দিয়ে পার হয়েছেন মিমি নিজেও। তাঁর আদরের পোষ্য হঠাৎই মারা যায়। তাই ওই একই পথের পথিকের উদ্দেশে মিমি লিখেছেন, “যতক্ষণ না আমরা আবার রংধনু সেতু পার হচ্ছি।” জুন মালিয়াও পাঠিয়েছেন ভালবাসা। শুধু কি জুন অথবা নুসরত? মন খারাপ অনুরাগীদেরও। ইনস্টাগ্রামের দৌলতে তাঁরাও যে চিনতেন হ্যাপিকে ভাল করেই। এই মাত্র দুই মাস আগের কথা। হ্যাপির সঙ্গে আদুরের ছবি পোস্ট করেছিলেন নুসরত। হ্যাপির হাত ধরে লিখেছিলেন, “আমি ওর সঙ্গে আমার সিক্রেট শেয়ার করি। সব চেয়ে মজার কথা হল, ও কাউকে বলে দেয় না। আমার বাচ্চা ও, আমার সন্তান।”

এ দিন নুসরত ইনস্টাগ্রামে লেখেন, “আমাদের ছেলে হ্যাপির স্মৃতিতে… আমাদের পরিবারে এখন একজনের অভাব। রাত দিন আমরা তা অনুভব করি। আমরা জানি এটা মেনে নিতে সময় লাগবে। তোমার সঙ্গে আমাদের একটা অংশ যেন চলে গিয়েছে। আমাদের প্রতিদিনের রুটিনে তুমি কত সুখ কত আনন্দ এনে দিয়েছ। আমাদের সঙ্গে চলেছ প্রতিদিন। আজ হয়তো দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, কিন্তু তুমি আমাদের সঙ্গেই রয়েছো। আজও ভালবাসি, আজও তোমার অভাব বোধ করি… সারা জীবন করব। আমাদের প্রিয় সন্তান। মা ও বাবা অপেক্ষায় থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা আরও একবার দেখা করছি। আমরা তোমায় খুব ভালবাসি।” এই শোক দ্রুত কাটিয়ে উঠুন নুসরত, কাটিয়ে উঠুন যশও। এমনটাই চাইছেন সকলেই।