Durnibar-Oindrila: ‘তাড়াতাড়ি ফিরে এসো…’, দুর্নিবারের অপেক্ষায় প্রেমিকা, কী উত্তর দিলেন গায়ক?
Durnibar-Oindrila: বছর ঘুরতেই বিয়ে ভেঙেছে দুর্নিবার সাহা ও মীনাক্ষী মুখোপাধ্যায়ের। দুর্নিবারের মনে এখন অন্য প্রেমের অনায়াস যাতায়াত। মন জুড়ে ঐন্দ্রিলা।
গত জুলাই মাসেই প্রেমের কথা স্বীকার করে নিয়েছিলেন দুর্নিবার সাহা ও ঐন্দ্রিলা সেন। মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে আইনি বিচ্ছেদ না হলেও ঐন্দ্রিলার সঙ্গেই যে জমে উঠেছে রসায়ন সে কথা নিজেরাই জানিয়েছিলেন তাঁরা। এবার দুর্নিবারকে নিয়ে আরও এক পোস্ট ঐন্দ্রিলা। যে পোস্টে রয়েছে দুর্নিবারের অপেক্ষা। একটাই আর্জি, ‘তোমায় মিস করছি, প্লিজ তাড়াতাড়ি ফিরে এস’। এই মুহূর্তে ব্যস্ততার কারণে একসঙ্গে নেই তাঁরা। দুর্নিবারকে যে মিস করছেন ঐন্দ্রিলা সে কথাই খোলাখুলি বলতে আর বাধা নেই তাঁর। দুর্নিবারও দিয়েছেন উত্তর। লিখেছেন, ‘আসছি’।
বছর ঘুরতেই বিয়ে ভেঙেছে দুর্নিবার সাহা ও মীনাক্ষী মুখোপাধ্যায়ের। দুর্নিবারের মনে এখন অন্য প্রেমের অনায়াস যাতায়াত। মন জুড়ে ঐন্দ্রিলা। ঐন্দ্রিলা পেশায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত ম্যানেজার। এর আগে দুর্নিবারের সঙ্গে ছবি শেয়ার করে ঐন্দ্রিলা লিখেছিলেন, “তুমি পাশে থাকলেই এ জীবন সুন্দর। আমার জীবনে আসার জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ, তোমায় ভালবাসি”। এখানেই না থেমে আরও যোগ করেছেন, “ও আমার, সবসময় ও আজীবন”। পাল্টা ভালবাসা ফিরিয়ে দিয়েছিলেন দুর্নিবারও। লিখেছিলেন, “এটাই ভাগ্য। ভালবাসি, তোমার চেয়ে বেশিই ভালবাসি”। ঐন্দ্রিলা ও দুর্নিবারের প্রেমের বয়স খুব বেশি নয়। এঁর আগে অভিনেতা রাহুল দেব বোসের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। রাহুলের জন্মদিনে আদরে-ভালবাসায় মাখা পোস্টও করেছিলেন গত এপ্রিলেই। কিন্তু মন যে বড়ই অবাধ্য। অন্যদিকে গত শীতে ধুমধাম করে বিয়ে করেছিলেন মীনাক্ষী ও দুর্নিবার। যদিও এর আগেই আইনি বিয়ে তাঁদের সারা হয়ে গিয়েছিল। বিয়েতে হাজির ছিলেন টলিউড ও সঙ্গীত জগতের চেনা মুখেরাও। কিন্তু সেই বিয়ে আর টিকল কই?
দুর্নিবার ও ঐন্দ্রিলার প্রেমের কথা প্রকাশ্যে আসতেই কটাক্ষের মুখে পড়তে হয়েছিল গায়ক। উঠেছিল ‘পরকীয়া’য় জড়িয়ে যাওয়ার অভিযোগ, তবে ট্রোলকে পাত্তা দিতে একেবারেই নারাজ তাঁরা। দুজন থাকতে চান কাছাকাছি। ভাসতে চান প্রেমের ভেলায়। অন্যদিকে মিনাক্ষীও অতীত ভুলে এগিয়ে চলেছেন নিজের জীবনে। বিয়ে ভাঙা নিয়ে কিছু না বললেও সম্প্রতি শিক্ষক দিবসে পোস্ট করেছিলেন এক ছবি। তিনি শিক্ষক। ছবি শেয়ার করে জানিয়েছিলেন ওই বিশেষ দিনে কীভাবে ছাত্র-ছাত্রীরা সম্মান জানিয়েছেন তাঁকে।