Padma Awards 2022: রাষ্ট্রপতির ‘ভুলে’ ভিক্টর হয়ে গেলেন কল্যাণ, তীব্র সমালোচনা সর্বত্র
Padma Awards 2022: রবিবার পদ্ম পুরস্কার প্রদান করা হয় রাষ্ট্রপতি ভবন থেকে। এই বছরে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। অন্যদিকে, কল্যাণ সিং পেয়েছেন পদ্মবিভূষণ পুরস্কার। অনুষ্ঠানে
সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা। নিশানায় খোদ রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। নেপথ্যে তাঁর ভেরিফায়েড সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেল থেকে হওয়া একটি পোস্ট। যেখানে কিংবদন্তী অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের পরিচয় উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শ্রী কল্যাণ সিং। পরে অবশ্য তা সংশোধন করা হয়। কিন্তু ততক্ষণে স্ক্রিনশট ভাইরাল। ঠিক কী হয়েছে?
রবিবার পদ্ম পুরস্কার প্রদান করা হয় রাষ্ট্রপতি ভবন থেকে। এই বছরে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। অন্যদিকে, কল্যাণ সিং পেয়েছেন পদ্মবিভূষণ পুরস্কার। অনুষ্ঠানে রামনাথ কোভিন্দের কাছ থেকে ভিক্টর বন্দ্যোপাধ্যায় পুরস্কার তুলে নিলেও অনুপস্থিত ছিলেন কল্যাণ সিং, তাঁর হয়ে তাঁর পুরস্কার গ্রহণ করেন পুত্র রাজবীর সিং।
সোমবার রাষ্ট্রপতির ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানের বেশ কিছু ছবি শেয়ার করা হয়। তাতে ক্যাপশনে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের ছবির নীচে লেখা হয়, “রাষ্ট্রপতি কোভিন্দ শ্রী কল্যাণ সিংয়ের হাতে জনসংযোগের কারণে পদ্মবিভূষণ তুলে দিচ্ছেন। তিনি একজন রাজনীতিবিদ, সমাজকর্মী। একজন মাটির কাছাকাছি থেকে উঠে আসা নেতা যিনি জনগণের সঙ্গে যোগাযোগ স্থাপনে সক্ষম হয়েছেন।” ডিজিটাল যুগে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের ওই ‘নতুন পরিচয়’ ভাইরাল হতে বেশি সময় লাগেনি। শুরু হয় তীব্র সমালোচনা। রাষ্ট্রপতির ভেরিফায়েড পেজ থেকে কী করে এত বড় ‘ভুল’ প্রকাশ পেতে পারে তা নিয়েও ওঠে প্রশ্ন।
ঘটনায় প্রতিক্রিয়া জানতে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে TV9 বাংলা। কথা হয় তাঁর আপ্ত-সহায়ক সৌমিত্র চক্রবর্তীর সঙ্গে। তিনি জানান, TV9 বাংলার পাঠানো হোয়াটসঅ্যাপ ভিক্টর বন্দ্যোপাধ্যায় দেখেছেন। সৌমিত্রবাবু রাষ্ট্রপতি ভবনে ফোন করেছেন। সেখান থেকে প্রয়োজনীয় পরিবর্তন করার আশ্বাস দেওয়া হয়েছে। ‘ভুল’ তুলে ধরার জন্য TV9 বাংলাকে ধন্যবাদও জানানো হয় ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের টিমের তরফে। এর কিছুক্ষণ পরেই যদিও রাষ্ট্রপতির পেজ থেকে ‘ভুল’ সংশোধন করা হয়। ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের পরিচয় হিসেবে লেখা হয়, “এক স্বনামধন্য অভিনেতা, যিনি অনেক পুরস্কার জিতেছেন…”। তবে ট্রোলিং থামছেই না। যে মানুষটি অনুষ্ঠানে উপস্থিতই ছিলেন না তিনি কী করে ভিক্টর বন্দ্যোপাধ্যায় হয়ে গেলেন, সেই প্রশ্নও যেমন উঠেছে ঠিক তেমনই নেটিজেনদের একটা বড় অংশ প্রশ্ন তুলেছেন বঙ্গের প্রতি উদাসীনতা নিয়েও। রাষ্ট্রপতি ভবনের তরফে সংশোধন করা হলেও এখনও পর্যন্ত ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।