Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bong Guy aka Kiran Dutta: পরের ছবিতে কিরণ দত্তকে কাস্ট করলেন পাভেল, রয়েছেন দিতিপ্রিয়াও

Bong Guy aka Kiran Dutta: কিরণের অভিনয়ে সুযোগ এই প্রথম নয়। তিনি যে ওয়েব সিরিজে অভিনয় করছেন, তা আগেই জানা গিয়েছিল।

Bong Guy aka Kiran Dutta: পরের ছবিতে কিরণ দত্তকে কাস্ট করলেন পাভেল, রয়েছেন দিতিপ্রিয়াও
কিরণ এবং পাভেল।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 17, 2021 | 10:02 PM

এতদিন তাঁকে দর্শক ভিন্ন ভাবে দেখেছেন। তিনি জনপ্রিয় ইউটিউবার। এ বার তাঁকে দেখা যাবে অভিনেতা হিসেবে। তিনি অর্থাৎ বং গাই কিরণ দত্ত। পাভেল পরিচালিত আসন্ন একটি ছবিতে অভিনয় করতে চলেছেন কিরণ।

এই খবর TV9 বাংলাকে জানিয়েছেন স্বয়ং পরিচালক। পাভেল এ প্রসঙ্গে বলেন, “আমার আপকামিং একটা ছবি। যেটা নিয়ে কথা চলছে এখনও অ্যানাউন্সমেন্ট করিনি। কিছুদিনের মধ্যেই এটার কাজ। যে ছবিটায় কিরণকে নেওয়া হয়েছে। এই ছবিতে দিতিপ্রিয়াও রয়েছে। কিরণ অভিনেতা হিসেবে কেমন সেটা তো এ বার সকলে জানতে পারবেন, আমার সঙ্গে কাজটা হোক। আমার ওকে নিয়ে ব্রাইট কিছু মনে হয়েছে বলেই ওকে নিয়েছি। ও খুব ভাল ছেলে। ভাল অভিনেতাও হবে। আমি যেহেতু নতুনদের নিয়ে কাজ করতে ভালবাসি, প্রচুর নতুন ছেলে মেয়ে আমার সঙ্গে কাজ করে। তাই এ বার কিরণ।”

দিতিপ্রিয়ার সঙ্গে কাজের প্রসঙ্গে আগেই পাভেল বলেছিলেন, “মন খারাপ-এর শুটিং শেষ হলে দিতিপ্রিয়ার (রায়)সঙ্গে একটা ছবি করব। ওর সঙ্গে আমার রোজই কথা হচ্ছে। আর একটা নতুন লেখা শুরু করেছি। স্পোর্টস নিয়ে লেখা। আমার অফিস রোজ খোলা। রোজ কাজ করি। একদিনও ছুটি নেই। ” নতুন ছবির প্রসঙ্গে দিতিপ্রিয়া বলেছিলেন, “পাভেলদার সঙ্গে একটা ছবি করছি আমি। কনট্র্যাক্টও সাইন হয়ে গিয়েছে। দারুণ লেগেছে স্ক্রিপ্টটা। আপাতত এটুকু। বাকিটা কয়েকদিন পরে জানাব।”

তবে কিরণের অভিনয়ে সুযোগ এই প্রথম নয়। তিনি যে ওয়েব সিরিজে অভিনয় করছেন, তা আগেই জানা গিয়েছিল। নতুন ওয়েব সিরিজের স্ক্রিপ্ট হাতে পেয়ে কিরণ TV9 বাংলাকে জানিছিলেন, তিনি দারুণ স্যাটিসফায়েড, এও বলেছিলেন আর বেশি কিছু এ বিষয়ে বলতে পারবেন না। অভিনয়ের পাশাপাশি ‘টুম্পা’ও গাইতে শোনা যেতে পারে কিরণের গলায়। কনফিউজড পিকচার পরিচালিত এবং প্রযোজিত দ্বিতীয় ওয়েব সিরিজের মুখ কিরণ দত্ত।

‘টুম্পা সোনা, দুটো হাম্পি দে না মাইরি বলছি খৈনি খাব না’—একটি মাত্র গানে গোটা লকডাউন সরগরম হয়ে গিয়েছিল। সৌজন্যে ‘কনফিউজড পিকচার’-এর প্রথম ওয়েব সিরিজ ‘রেস্ট ইন প্রেম’। অভিনয়ে সায়ন ঘোষ, দীপাংশু আচার্য এবং ‘টুম্পা’ সুমনা দাস। ইউটিউবে সে সিরিজ রিলিজ হতে না হতে ট্রেন্ডিং চার্টে একেবারে ওপরের দিকে ছিল ‘রেস্ট ইন প্রেম’।

আবার নেটিজেনকে ‘বিভ্রান্ত’ করতে তৈরি এবার ‘কনফিউজড পিকচার’। অরিজিৎ-আরব জুটি নতুন ওয়েব সিরিজ নিয়ে মাঠে নামতে চলেছে। পরিচালনায় অরিজিৎ সরকার এবং সিরিজের মিউজিক দিয়েছেন আরব দে এবং ইন্দ্র। নদীয়ার এক গ্রামে হয়েছে সিরিজের শুটিং। গল্পের বিষয়ে পরিচালক অরিজিৎ বলেছিলেন, “একেবারে পলিটিক্যাল স্যাটায়ার। ডার্ক কমেডি। ভেবেছিলাম ‘রেস্ট ইন প্রেম-২’ করব কিন্তু করোনার জন্য সমস্যা ছিল। তা-ই ঠিক করি পশ্চিম বাংলাতেই শুট করব। কিরণের সঙ্গে কাজ করার ইচ্ছে বহুদিন ধরে ছিল।”

সিরিজে কিরণ ছাড়া অভিনয় করেছেন অমিত সাহা, সায়ন ঘোষ, এবং শ্রেয়া ভট্টাচার্য। সিরিজে কিরণ দত্ত রয়েছেন মুখ্য চরিত্রে। বং গাই বলেছিলেন, “আমি একজন কৃষি দফতরের আধিকারিক। শহর থেকে গ্রামে এসেছি। বিভিন্ন লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার পর গল্পের মোড় জাস্ট ঘুরে যায়। বাকিটা ক্রমশ প্রকাশ্য।”

আরও পড়ুন, শমিতার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রথমবার সরাসরি মুখ খুললেন রাকেশ!

বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'