নিখিলের পোস্টে ইঙ্গিতপূর্ণ কমেন্ট রাইমার, নতুন বন্ধুত্বের ইঙ্গিত!

প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগেই শ্রাবন্তীর স্বামী রোশন সিংয়ের নামেও গঠিত হয় এক ফ্যানক্লাব। নিখিলেরও নিজস্ব ফ্যানক্লাব রয়েছে। সেই ফ্ল্যানক্লাব নিখিলের গালভরা তারিফ করে নিয়মিত করা হয় পোস্ট।

নিখিলের পোস্টে ইঙ্গিতপূর্ণ কমেন্ট রাইমার, নতুন বন্ধুত্বের ইঙ্গিত!
নিখিল-রাইমা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 12, 2021 | 5:39 PM

পরনে মার্কিনী ফ্যাশন ব্র্যান্ড ক্যালভিন ক্লেইনের টি-শার্ট। চোখে রোদচশমা আর চাপ দাড়ি– অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের ‘সহবাস সঙ্গী’র নতুন লুক যেন আগের থেকে অনেকটাই আলাদা। শুধু যে ‘লুক’-এই হেরফের এমনটা নয়, তাঁর ছবির ক্যাপশনে নতুন ভাবে শুরু করার ইঙ্গিত। হ্যাশট্যাগ বলছে ‘কর্মফল’-ই আস্থা তাঁর। তবে এ সবের মধ্যেই ছাপিয়ে গিয়েছে নিখিলের পোস্টে একশব্দের একটি কমেন্ট, কে কমেন্টের ‘মালিক’ রাইমা সেন।

নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে নিখিল লিখেছেন, “আমার সমস্ত সমস্যার সাবস্ক্রিপশন বাতিল করছি।” হ্যাশট্যাগে লিখেছেন #newbeats #newbeginnings #beastmode #focus #powerofpositivity #karma… হ্যাশট্যাগ জানান দিচ্ছে তিনি এখন কাজের প্রতি ‘ফোকাসড’। ব্যক্তিগত জীবন নিয়ে যে ঝড় বয়েছে বিগত বেশ কিছু মাস ধরে। তবে সেই ঝড়ে বিলীন হয়ে যাওয়া নয়, ফিনিক্স পাখির মতো আবারও জ্বলে উঠতে চাইছেন নিখিল– বলছে তাঁর ইনস্টাগ্রামই।

তবে এ সবের মধ্যেই নজর কেড়েছে একটি কমেন্ট। কমেন্টটি রাইমা সেনের। রাইমা লিখেছেন, ‘ব্যাক’। কোথায় ফেরার কথা বলছেন রাইমা? নাকি নিখিলের এই নবরূপে প্রত্যাবর্তনের দিকেই ইঙ্গিত তাঁর? প্রশ্ন উঠছে আরও, নিখিলের ফ্যাশন ব্র্যান্ড ‘রঙ্গোলী’র সঙ্গেও কি যুক্ত হতে চাইছেন রাইমা? শুরু হচ্ছে এক নতুন বন্ধুত্বের? নাকি নিখিল কলকাতায় ফিরেছেন– সেই জন্যই এই অভ্যর্থনা?

দিন কয়েক আগেই নিখিলের নাম জড়িয়েছিল অভিনেত্রী ত্রিধা চৌধুরীর সঙ্গে। দুজনেই কোনও সম্পর্কের কথা একেবারেই অস্বীকার করেছিলেন। ত্রিধা সে সময় জানিয়েছিলেন, নিখিলকে বহুদিন থেকেই চেনেন তিনি। স্কুলে তিনি ছিলেন ত্রিধার সিনিয়র। সেই সম্পর্কই এখনও অটুট বলে জানিয়েছিলেন নিখিলও।

প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগেই শ্রাবন্তীর স্বামী রোশন সিংয়ের নামেও গঠিত হয় এক ফ্যানক্লাব। নিখিলেরও নিজস্ব ফ্যানক্লাব রয়েছে। সেই ফ্ল্যানক্লাব নিখিলের গালভরা তারিফ করে নিয়মিত করা হয় পোস্ট। নেটিজেন মহলে নিখিল-রোশন আজ পরিচিত। ‘শ্রাবন্তীর স্বামী’ অথবা ‘নুসরতের সঙ্গী’ এই তকমা ছাড়াও ক্রমশ নিজ পরিচয়ে পরিচিত হচ্ছেন ওঁরা? উঠছে সেই প্রশ্নও। উত্তরও বোধহয় দিয়ে দিচ্ছেন নিখিল নিজেই। বুঝিয়ে দিয়েছেন আর অতীত আঁকড়ে বসে থাকা নয়। নতুনভাবে জীবন শুরু করা তীব্র আকাঙ্ক্ষায় তিনি।

নুসরতের মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নিখিল জৈন জানিয়েছিলেন সন্তানের বাবা তিনি নন। অন্য দিকে, নুসরত দিন কয়েক আগে এক বিবৃতিতে জানিয়েছিলেন নিখিলের সঙ্গে তুরস্কতে যে ‘বিয়ে’ হয়েছিল তাঁর তা ভারতে ‘বৈধ’ নয় কারণ আইনত তাঁদের বিয়ে হয়নি। তাঁরা লিভ-ইন সম্পর্কে ছিলেন। তবে এরই পাশাপাশি নুসরতের নিখিলকে স্বামী হিসেবে অস্বীকারের পর যে প্রশ্ন বারেবারে উঠেছে তা হল জন-প্রতিনিধি হিসেবে লোকসভার বায়োপ্রোফাইলে ‘বিবাহিত’ এবং স্বামীর নামের জায়গায় নিখিল জৈনের উল্লেখ করলেন কেন অভিনেত্রী? সংসদ ভবনে ‘আমি নুসরত জাহান রুহি জৈন’ বলে সাংসদ হিসাবে নুসরত জাহানের শপথবাক্য পাঠের যে মুহূর্তের ভিডিয়ো টুইটে শেয়ার করেছেন বিজেপির অমিত মালব্য, তাতে আরও জোরদার হয়েছে এই প্রশ্ন: জন-প্রতিনিধি হিসেবে নুসরত তাঁর ম্যারিটাল স্টেটাস সম্পর্কে যে তথ্য পেশ করেছেন, তা আদৌ নীতিগত বলে বিবেচিত হতে পারে কি না। এ সব নিয়ে মুখ খোলেননি নুসরত। এমনকি তাঁর সন্তানের বাবা কে, তা নিয়েও কাউকে কৈফিয়ৎ দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করেননি। বিগত বেশ কিছু দিন ধরেই তাঁকে নিয়ে বিতর্ক যত জটিল হয়েছে ইনস্টায় একের পর ইঙ্গিতবাহী পোস্ট করে চলেছেন নুসরত। পিছিয়ে নেই নিখিলও।