Raima Sen: মা হতে রাজি রাইমা, জানালেন, ‘শর্ত দেওয়ায় বিশ্বাসী নই…’

Raima Sen: এরই মাঝে চরিত্র ও ছবির কাজ নিয়ে মুখ খুললেন রাইমা সেন। অভিনয় থেকে বিরতি নিতে মোটেও চান না তিনি। বরং ভাল এক্সাইটেড চরিত্রের অপেক্ষাতেই রয়েছেন তিনি।

Raima Sen: মা হতে রাজি রাইমা, জানালেন, 'শর্ত দেওয়ায় বিশ্বাসী নই...'
Follow Us:
| Edited By: | Updated on: Jul 31, 2023 | 3:18 PM

রাইমা সেন, বলিউড থেকে টলিউড একের পর এক হিট ছবি যাঁর ঝুলিতে বর্তমানে তিনি খুব একটা ক্যামেরার সামনে আসছেন না। তবে চরিত্র পছন্দ হলে কাজ ফিরিয়েও দিচ্ছেন না তিনি। ওটিটি থেকে শুরু করে ছবি, সব ক্ষেত্রেই নিজেকে প্রমাণ করেছেন তিনি ইতিমধ্যে। বর্তমানে হাওয়া বদল ছবির সিক্যোয়েন্স নিয়ে ব্যস্ত পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ ও রাইমা সেন। ২০১৩ সালে এই ছবি দর্শক মহলে ঝড় তুলেছিল। এবারও তাই ছবি নিয়ে বেজায় উত্তেজিত সকলে। এরই মাঝে চরিত্র ও ছবির কাজ নিয়ে মুখ খুললেন রাইমা সেন। অভিনয় থেকে সরে যেতে মোটেও চান না তিনি। বরং ভাল এক্সাইটেড চরিত্রের অপেক্ষাতেই রয়েছেন তিনি।

তবে যে কোনও চরিত্রেই কাজ করার আগে শর্ত চাপিয়ে দেওয়ায় বিশ্বাসী নন তিনি। যে কোনও চরিত্রে, যে কোনও বয়সে, যে কোনও ভূমিকাতেই তিনি সাবলীল ও স্বাচ্ছন্দ বোধ করে থাকেন। পর্দায় তাঁর মা হতেও কোনও সমস্যা নেই। তুলিকার চরিত্রে অভিনয় করবেন তিনি। তবে বর্তমানে তুলিকা অর্থাৎ রাইমা ১৭ বছরের এক ছেলের মা। সময় এগিয়ে গেলেও রাইমা সেন একই রয়েছেন। তবে সন্তান বেড়ে ওঠা নিয়ে বা এত বড় সন্তানের মায়ের ভূমিকাতে অভিনয় করা নিয়ে তাঁর কোনও আপত্তি নেই।

এবারের গল্পে রাইমার ছেলে পর্দায় ১২ ক্লাসের পাঠরতা। গ্ল্যামার প্রসঙ্গেও এদিন মুখ খোলেন রাইমা। তিনি জানান, তাঁর কাছে গ্ল্যামার প্রদর্শনের থেকে অনেক বেশি জরুরী ট্যালেন্ট প্রদর্শন করা। ফলে চরিত্র করার আগে একগুচ্ছ শর্ত রাইমার থেকে আসে না। তাই তিনি এখন ভাল ও দাপুটে চরিত্রের খোঁজে রয়েছে। যা দিয়ে দর্শক মনে তিনি আবারও দাগ কাটতে পারেন। কেবল চরিত্র নয়, মাধ্যম নিয়েও কোনও বাদ বিচার নেই তাঁর। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই স্পষ্ট করে দেন রাইমা।