Raj-Subhashree: ‘এই তো সেদিন এলে…’, বিয়ের পাঁচ বছর পার! বিশ্বাসই হচ্ছে না রাজের
Raj-Subhashree: রাজ চক্রবর্তীর জীবনে প্রথম প্রেম শুভশ্রী গঙ্গোপাধ্যায় নন। শুভশ্রীর জীবনেও তাই। তবে সাতপাক ঘোরার সময় বাকি জীবনটা একসঙ্গে কাটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন দু'জন দু'জনকে। সেই একসঙ্গে জীবন যাপনেরই পাঁচ বছর পার।

রাজ চক্রবর্তীর জীবনে প্রথম প্রেম শুভশ্রী গঙ্গোপাধ্যায় নন। শুভশ্রীর জীবনেও তাই। তবে সাতপাক ঘোরার সময় বাকি জীবনটা একসঙ্গে কাটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন দু’জন দু’জনকে। সেই একসঙ্গে জীবন যাপনেরই পাঁচ বছর পার। বিবাহবার্ষিকীতেই আবেগঘন দুজনেই। ফিরে গিয়েছেন পাঁচ বছর আগে। বাওয়ালি রাজবাড়িতে যেদিন বসেছিল তাঁদের জমজমাট বিয়ের আসর। আর্কাইভ থেকে সেদিন সেই ছবিই শেয়ার করে রাজ লিখেছেন শুভশ্রীর উদ্দেশে এক খোলাচিঠি। ব্যারাকপুরের বিধায়ক লেখেন, “বিশ্বাসই হচ্ছে না। পাঁচটা বছর পার হয়ে গেল। মনে হয় এই তো গতকালের কথা যখন তুমি আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিলে। আমায় সমৃদ্ধ করার জন্য, পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমার জীবনের শ্রেষ্ঠ সময়। তোমায় খুব ভালবাসি, ভালবাসা…আমাদের দুজনকেই বিবাহবার্ষিকীর শুভেচ্ছা।” মিষ্টি প্রেম বার্তায় শুভশ্রী উত্তর দেবেন না তা কী করে হয়? তিনিও পাল্টা রাজকে লিখেছেন, “আমিও তোমায় খুব ভালবাসি।” জনপ্রিয় জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে শুরু করে বাবা যাদব সহ অনেকেই। রাজ শেয়ার করেছেন সিঁদুরদানের এক ছবিও। বিয়ের পাঁচ বছর পার হয়ে গেলেও রাজ-শুভশ্রীর জীবনে প্রেম চলছে ভরপুর। মাঝে বিধায়ককে নিয়ে অন্য নায়িকার গসিপ রটলেও সময়ের সঙ্গে সঙ্গে তা বুদবুদের মতো উবে গিয়েছে। আপাতত প্রেমেই আছেন দু’জনে। আছেন ভরপুর ভালবাসায়।
একদিকে ব্যারাকপুরের দায়িত্ব অন্যদিকে পরিচালকের দায়িত্ব– এই দুই-ই শক্ত হাতে সামলাচ্ছেন রাজ চক্রবর্তী। সম্প্রতি তিনি শেষ করেছে তাঁর ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-এর শুটিংও। রাজের ওই সিরিজে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে এই প্রথম বার দেখা যাচ্ছে পর্দার এপারে। অভিনয় নয়, প্রযোজক হিসেবে এই তাঁর কেরিয়ারের শুরু। সিরিজে সায়নী-জুন ছাড়াও দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী , কৌশানী মুখোপাধ্যায় , গৌরব চক্রবর্তী , দেবাশীষ মণ্ডলসহ অনেককেই। কিছুদিন আগেই চূড়ান্ত ট্রোলের মুখে পড়তে হয় তাঁকে। নিজের জন্মদিনে শুভশ্রী তাঁর সঙ্গে এক চুম্বনের ছবি শেয়ার করেছিলেন। যে ছবিতে রাজের ঠোঁটে ঠোঁট তাঁর প্রিয় মানুষের, বাহুডোরে বেঁধে রাখা দুটি মন, দুটি দেহ। ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় কটাক্ষ। অনেকেই বলেছিলেন এ নাকি মোটেও ‘বিধায়ক সুলভ’ নয়। যদিও দম্পতি তাতে বিশেষ পাত্তা দেননি। নিজেদের কাজের ব্যস্ত ছিলেন তাঁরা
View this post on Instagram





