Lata Mangeshkar Death: লতাজি এক স্তম্ভ, যাঁর কাছে আমরা সবাই মাথা নত করি: ঋতুপর্ণা সেনগুপ্ত

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Feb 06, 2022 | 6:09 PM

আমি কোনও দিনও ভুলতে পারব না যে উনি আমার জন্য প্লেব্যাক করেছিলেন।

Lata Mangeshkar Death: লতাজি এক স্তম্ভ, যাঁর কাছে আমরা সবাই মাথা নত করি: ঋতুপর্ণা সেনগুপ্ত
গ্রাফিক্স: অভীক দেবনাথ

Follow Us

সুরজগতে নক্ষত্রপতন । রবিবাসরীয় সকালে শিরোনামে একটাই নাম। তিনি হলেন লতা মঙ্গেশকর। রবিবার সকাল ৮টা ১২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুর সম্রাজ্ঞী। তবে, তাঁর মৃত্যুতে শুধুই কি সঙ্গীতজগতে শোকের ছায়া ! সেকথা বললে ভুল বলা হবে। না তাঁর গানেই তো লিপ মিলিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন বহু বহু নায়িকা। সেকথাই উঠে এল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর কথায়।

নায়িকার কথায়, “লতাজি আমাদের গর্ব। আমাদের ছোট থেকে বড় হয়ে ওঠার এক স্বপ্ন। তাঁর গান অভিব্যক্তি, তাঁর সবকিছুই আমাদের কাছে স্বপ্নের মতো। ওঁনার গান যখন আমরা ছোটবেলা থেকে শুনতাম, যেন সেই স্বপ্নের জগতে হারিয়ে যেতাম। কত নায়িকাকে যে তিনি তাঁর গানের ইন্ডাস্ট্রিতে জায়গা করে দিয়েছেন। তাঁর গানের মাধ্যমে বহু অভিনেত্রীরা নিজেদের জায়গা করে নিয়েছেন। তা খানিকটা চমকের মতো। উনি আমাদের কাছে এক বিস্ময়।”

তিনি আরও যোগ করেন, “আজকে লতাজির চলে যাওয়া সত্যিই নক্ষত্রপতন। শূন্য হয়ে গেল একটি জায়গা। যা কখনই পূর্ণ হবে না। উনি আমাদের দেশের,আমাদের সভ্যতার এক পরিচয়। লতাজি এক স্তম্ভ, যে স্তম্ভের নিচে আমরা সবাই মাথা নত করি। আমি সত্যিই খুব উপকৃত, যে আমি তাঁর কন্ঠে লিপ মিলিয়ে ছিলাম। তা আমার এক বিশাল প্রাপ্তি। আমার গর্ব। আমি কোনও দিনও ভুলতে পারব না যে উনি আমার জন্য প্লেব্যাক করেছিলেন। আমি অত্যন্ত দুঃখিত। উনি এজীবনে আমদের যা দিয়ে গিয়েছেন তা ভোলার নয়। তা আমাদের সারাজীবন অনুপ্রেরণা জুগিয়ে যাবে। লতাজি যেখানেই থাকুন, ভাল থাকুন। ওঁনাকে আমার প্রণাম।”

আরও পড়ুন:Lata Mangeshkar Death: লতা মঙ্গেশকরকে রাজি করা… সে কম বড় চ্যালেঞ্জ নয় : তোচন ঘোষ

আরও পড়ুন:Lata Mangeshkar Death: মনে হচ্ছে আমার স্বজন বিয়োগ হল: ইমন চক্রবর্তী

আরও পড়ুন:লতার প্রয়াণে শোকস্তব্ধ সচিন, আজ তিনি কার্যত ‘মাতৃহারা’

Next Article