Sunil-Sonam: পরিবারে বাড়ছে সদস্য সংখ্যা, কী লিখলেন ‘হবু মামা’ সাহেব ভট্টাচার্য?

Sunil-Sonam: হিরো ইন্টারকন্টিনেন্টাল কাপে দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে ভারত। ভুবনেশ্বরে ভানুয়াতুকে ১-০ গোলে হারায় ভারতীয় ফুটবল দল। একদিকে ম্যাচ জেতার সেলিব্রেশন, অন্যদিকে ওই ম্যাচেই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সুখবররটা শেয়ার করে নেন অধিনায়ক সুনীল ছেত্রী।

Sunil-Sonam: পরিবারে বাড়ছে সদস্য সংখ্যা, কী লিখলেন 'হবু মামা' সাহেব ভট্টাচার্য?
পরিবারে আসছে নতুন সদস্য
Follow Us:
| Edited By: | Updated on: Jun 13, 2023 | 1:20 PM

হিরো ইন্টারকন্টিনেন্টাল কাপে দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে ভারত। ভুবনেশ্বরে ভানুয়াতুকে ১-০ গোলে হারায় ভারতীয় ফুটবল দল। একদিকে ম্যাচ জেতার সেলিব্রেশন, অন্যদিকে ওই ম্যাচেই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সুখবররটা শেয়ার করে নেন অধিনায়ক সুনীল ছেত্রী। জানান বাবা হতে চলেছেন তিনি। গোল করেই গ্যালারিতে বসা অন্তঃসত্ত্বা স্ত্রী সোনম ভট্টাচার্যের দিকে ছুড়ে দেন চুমু। ম্যাচ শেষ হওয়ার পর জানান ভাল খবরও। এবার সোনমের মা হওয়ার খবর প্রকাশ্যে আনলেন আরও একজন, সোনমের দাদা, অভিনেতা সাহেব ভট্টাচার্য। সাহেব ও সোনম দু’জনেই কিংবদন্তী ফুটবলার সুব্রত ভট্টাচার্যের সন্তান। বোনের এই সুখবরে হবু ‘মামা’ সাহেব লেখেন, “তোমাদের আশীর্বাদ দরকার বন্ধুরা। আমাদের পরিবারের একজন নতুন সদস্য আসছে। আমি মামা হচ্ছি।” এই খবরের পরেই সাহেবের কমেন্ট-বক্সে শুভেচ্ছার বন্যা। নতুন অতিথির জন্য অধীর অপেক্ষায় ভট্টাচার্য ও ছেত্রী পরিবার।