Sandip Ray: ভাল আছেন সন্দীপ; শুটিং কবে শীঘ্রই জানাবে পরিবার

Sandip Ray Health Update: TV9 বাংলাকে ললিতাদেবী আগেই জানিয়েছিলেন, ১৫ সেপ্টেম্বর শুটিং করতে চেন্নাইয়ে গিয়েছিলেন সন্দীপ রায়। সঙ্গে ছিল 'নয়ন রহস্য'র গোটা টিম। সন্দীপ ফিরে আসায় যে যেমন ফ্লাইট বুকিং পেয়েছিলেন, তেমন ভাবেই কলকাতায় ফিরে এসেছিল গোটা ইউনিক। ফিরে এসেছিলেন গল্পের 'ফেলুদা' ইন্দ্রনীল সেনগুপ্ত, 'জটায়ু' অভিজিৎ গুহ এবং 'তোপসে' আয়ুষ দাস।

Sandip Ray: ভাল আছেন সন্দীপ; শুটিং কবে শীঘ্রই জানাবে পরিবার
সন্দীপ রায়।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 30, 2023 | 1:43 PM

২১ সেপ্টেম্বর চেন্নাই থেকে বিমানে চেপে কলকাতায় চলে আসেন বাঙালি পরিচালক সন্দীপ রায়। সেখানে ‘ফেলুদা’ পরবর্তী ছবি ‘নয়ন রহস্য’-এর শুটিং করছিলেন সন্দীপ। হঠাৎই ভাইরাল জ্বরে আক্রান্ত হন পরিচালক। একটুও দেরি না করে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় চেন্নাইতেই। করানো হয় ডেঙ্গি এবং ম্যালেরিয়া পরীক্ষাও। সেই রিপোর্টে কিছু ধরা না পড়লেও পরিচালককে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন চেন্নাইয়ের চিকিৎসক। যার কারণে চেন্নাই থেকে কলকাতায় নিয়ে আসা হয় তাঁকে। স্থগিত হয় সেই ছবির শুটিংও।

এবার ফের শুটিং শুরু হবে বলে জানিয়েছেন সন্দীপ রায়ের স্ত্রী ললিতা রায়। শনিবার TV9 বাংলাকে তিনি জানিয়েছেন, “সন্দীপ এখন অনেকটাই সুস্থ আছেন। শুটিং করার মতো শারীরিক অবস্থায় এসেছেন তিনি। তাই আজ বিকেলে আমরা সিদ্ধান্ত নেব ঠিক কবে থেকে শুটিং চালু করবেন তিনি। সম্ভবত ৯ অক্টোবর থেকে শুটিং শুরু হওয়ার কথা। যদিও চূড়ান্ত কিছুই হয়নি। আজ বিকেলে জানতে পারব।”

TV9 বাংলাকে ললিতাদেবী আগেই জানিয়েছিলেন, ১৫ সেপ্টেম্বর শুটিং করতে চেন্নাইয়ে গিয়েছিলেন সন্দীপ রায়। সঙ্গে ছিল ‘নয়ন রহস্য’র গোটা টিম। সন্দীপ ফিরে আসায় যে যেমন ফ্লাইট বুকিং পেয়েছিলেন, তেমন ভাবেই কলকাতায় ফিরে এসেছিল গোটা ইউনিক। ফিরে এসেছিলেন গল্পের ‘ফেলুদা’ ইন্দ্রনীল সেনগুপ্ত, ‘জটায়ু’ অভিজিৎ গুহ এবং ‘তোপসে’ আয়ুষ দাস।