Sourav Das Birthday: জন্মদিনে সৌরভের জীবনে ফিরল পুরনো প্রেম
উইশ এসেছে জন্মদিনে? অভিনেতার উত্তর, "হ্যাঁ একদম। আসবে না কেন?" প্রেম, প্রেমিকা নিয়ে ব্যস্ত সৌরভ। রয়েছে কাজের ব্যস্ততাও।
উইকিপিডিয়া বলছে, ৩৩ বছর পূর্ণ করলেন সৌরভ। আর এই জন্মদিনেই হারিয়ে যাওয়া প্রেম ফিরে এল সৌরভের জীবনে। সৌরভ দাস। উত্থান অনেকটা শেক্সপিয়ারের ট্র্যাজিক নায়কের মতো। কে ফিরলেন তাঁর জন্মদিনে? প্রেমিকা অনিন্দিতা নাকি অন্য কোনও নারী? নারী নয়, তবে যে নেশায় বুঁদ হয়ে বহু নারীর মন কেড়েছেন সৌরভ সেই গানই ফিরে এল তাঁর জীবনে।
নায়ক হওয়ার আগেও সৌরভের পরিচয় গানের সঙ্গে। মা রবীন্দ্রভারতীর কৃতি গানের ছাত্রী। সঙ্গীত রয়েছে রক্তে। স্কুলে পড়াকালীন খুলে ফেলেছিলেন ব্যান্ড। ঘনিষ্ঠ মহলে তাঁর গানের অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। এবার তা ছড়িয়ে পড়তে চলেছে আরও বৃহত্তর ক্ষেত্রে। নিজের ইউটিউব চ্যানেল খুলে ফেলতে চলেছেন তিনি। টিভিনাইন বাংলাকে বললেন, “পুরনো প্রেমের কাছে ফিরে যাচ্ছি আবার। নিজের তিনটে গান ইতিমধ্যেই কম্পোজ করে ফেলেছি। চ্যানেলে ছাড়ব খুব তাড়াতাড়ি।” এ তো গেল প্রেম। আর প্রেমিকা? বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই কি পুরনো প্রেমিকার কাছেও হচ্ছে মন্টুর প্রত্যাবর্তন?
হাসতে হাসতেই সৌরভ বললেন, “পুরনো বটেই, তবে বিচ্ছেদ কেন? এই ফেব্রুয়ারিতেও আসবেও। মুম্বইয়ে রয়েছে। শরীরটাও খারাপ করেছিল। কাজ নিয়েও ব্যস্ত।” উইশ এসেছে জন্মদিনে? অভিনেতার উত্তর, “হ্যাঁ একদম। আসবে না কেন?” প্রেম, প্রেমিকা নিয়ে ব্যস্ত সৌরভ। রয়েছে কাজের ব্যস্ততাও। মন্টু পাইলটের দ্বিতীয় সিজনে অভিনয় করছেন তিনি। বিপরীতে মিথিলা। শোনা যাচ্ছে, এই সিজনে মারা যাবেন সোলাঙ্কি। তাই মিথিলার সঙ্গেই জমে উঠবে সৌরভের রসায়ন। এরই মধ্যে নতুন ইউটিউব চ্যানেল। সব মিলিয়ে বছরের শুরুটা মন্দ হল না তাঁর।