Tolly Inside: খোলা পিঠে লাল-চাকা রক্তের দাগ! কোন টলি-অভিনেতার হল এই ‘মারাত্মক’ হাল?

Tolly Inside: খোলা পিঠ... সেই পিঠ জুড়েই লাল-লাল দাগ। সেই দাগ রক্তের... এমনই এক ছবি নিয়ে এখন তোলপাড় সামাজিক মাধ্যম। ছবিটি বাংলার এক জনপ্রিয় অভিনেতার। চিনতে পারছেন তিনি কে? কেনই বা পিঠ জুড়ে এ হেন দাগ? কী করেছেন তিনি?

Tolly Inside: খোলা পিঠে লাল-চাকা রক্তের দাগ! কোন টলি-অভিনেতার হল এই 'মারাত্মক' হাল?
বাংলার কোন অভিনেতার হল এই হাল?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 14, 2023 | 6:15 PM

খোলা পিঠ… সেই পিঠ জুড়েই লাল-লাল দাগ। সেই দাগ রক্তের… এমনই এক ছবি নিয়ে এখন তোলপাড় সামাজিক মাধ্যম। ছবিটি বাংলার এক জনপ্রিয় অভিনেতার। চিনতে পারছেন তিনি কে? কেনই বা পিঠ জুড়ে এ হেন দাগ? কী করেছেন তিনি?

তিনি করিয়েছেন এক থেরাপি। বৈজ্ঞানিক পরিভাষায় যাকে বলা হয় ‘কাপিং থেরাপি’। কাপিং থেরাপির উপকারিতা নিয়ে নানা মুনির নানা মত থাকলেও এ ট্রেন্ড বহুদিনের। অনেকেরই দাবি, শরীর থেকে যাবতীয় দূষিত পদার্থ রক্তের মাধ্যমে ওই থেরাপির মধ্যে দিয়েই বের করে দেওয়া হয়। শরীর হয় বিশুদ্ধ, মন হয় চনমনে। তবে ভাববেন না এই থেরাপি কষ্টসাধ্য। লাল দাগ দেখে ঘাবড়ে যাওয়ারও কিছু নেই। ব্যথা হয় না বললেই বলে। তবে অনেকেরই মতে, রক্ত সঞ্চালন প্রক্রিয়ায় সহায়ক হয় এই থেরাপি।

যে অভিনেতা এই থেরাপি নিয়েছেন তিনি কিন্তু বিগত বেশ কিছু মাস ধরেই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কারণে চর্চায়। সাংসারিক জীবন টালমাটাল। স্ত্রীর বিরুদ্ধে উঠেছে পরকীয়ার অভিযোগও। তবে শুধু ব্যক্তিগত জীবনই নয়, কর্মজীবন নিয়েও তিনি এখন বেশ ট্রেন্ডিং। সম্প্রতি জিতের সঙ্গে তাঁর এক ছবি মুক্তি পেয়েছে। যদিও ছবিটি বক্স অফিসে মাঝারি ব্যবসা করেছে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন কোন অভিনেতার কথা বলা হচ্ছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, কথা হচ্ছে অভিনেতা জিতু কামালের। কাপিং থেরাপি করিয়েছেন তিনিই। আর সেই ছবিই শেয়ার করেছেন ইনস্টা স্টোরিতে।