Bengali Film: দেবদূত, পূজারিনি, কিঞ্জলের নতুন প্রয়াস ‘আসমানী ভোর’

Bengali Film: আজও মনুষত্বের থেকে ধর্মই মানুষের কাছে বড়। যে ধর্মের জন্যই মানুষে মানুষে হানাহানি। কিন্তু রক্ত সেই লালই। আর সেই রক্তের তো কোনও ধর্ম নেই। তাই মাঝে মাঝে সেই ধর্মকে ছাপিয়ে গিয়েও বড় হয়ে ওঠে সম্পর্ক।

Bengali Film: দেবদূত, পূজারিনি, কিঞ্জলের নতুন প্রয়াস ‘আসমানী ভোর’
দেবদূত, পূজারিনি এবং কিঞ্জল।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2021 | 7:44 PM

ক্ষমতা দখলের লড়াই সর্বত্র। আদি যুগ থেকে চলে আসছে যে নিয়ম আজও তার পরিবর্তন ঘটেনি। সেই ক্ষমতা দখল নিয়েই এই প্রজন্মের নতুন পরিচালক সায়নদীপ চৌধুরী তৈরি করেছেন তাঁর প্রথম ছবি ‘আসমানী ভোর’। ধর্মবিদ্বেষের উর্দ্ধে গিয়ে যে ছবি ভালবাসতে শেখায়। দুনিয়ায় সং সাজা বহুরূপীর থেকে মুখোশধারী বহুরূপীর সংখ্যা অনেক বেশি। কে যে কখন কার পিছনে ছুরি বসায়, বোঝা বড় কঠিন। সিনে-মাইন্ড ফিল্ম স্টুডিও এই ছবির প্রযোজনার দায়িত্বে।

পরিচালক সায়নদীপ চৌধুরী ছবির বিষয়ে বলেন, “আসমানী ভোর- অর্থাৎ এক নতুন ভোরের সূচনা। ব্যক্তিগত জীবনের সঙ্গে কর্ম জগতেও নতুন ভোরের সূচনা হতে চলেছে। আশা করি দর্শকের ভালবাসায় এক রোদঝলমল দিনের দেখা মিলবে। বিগত সাত মাস ধরে ছবির প্রস্তুতি চলছে।ইউনিটের প্রতিটি মানুষ ও সকল কলাকুশলীদের সঙ্গে এক অদ্ভুত বন্ধন তৈরী হয়েছে।”

আজও মনুষত্বের থেকে ধর্মই মানুষের কাছে বড়। যে ধর্মের জন্যই মানুষে মানুষে হানাহানি। কিন্তু রক্ত সেই লালই। আর সেই রক্তের তো কোনও ধর্ম নেই। তাই মাঝে মাঝে সেই ধর্মকে ছাপিয়ে গিয়েও বড় হয়ে ওঠে সম্পর্ক। এমনই এক টানাপোড়েনের গল্প নিয়ে আসছে এই নতুন ছবি। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দেবদূত ঘোষ, কিঞ্জল নন্দ এবং পূজারিনি ঘোষ। অন্যান্য ভূমিকায় দীপক হালদার, অমিত সাহা, রাহুল দেব ঘোষ, সমীর সুত্রধর, মধুমিতা সেনগুপ্ত, অনন্যা পাল ভট্টাচার্য, শিশু অভিনেতা সৌরদীপ্ত দাসকে দেখা যাবে। ছবির চিত্রগ্রাহক সৌরভ বন্দ্যোপাধ্যায়, আবহ শুভদীপ মজুমদার ও প্রিয়াঙ্ক দাস। ছবির কার্যনির্বাহী প্রযোজনার দায়িত্বে রয়েছেন অমিত হালদার।

প্রযোজক সোনালী সাহা বলেন, “জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে মানসিক শিক্ষার অভাববোধ থেকে আমাদের সমাজে যে অন্যায় ও ব্যভিচার হয়ে আসছে, সব রকম রসদ দিয়ে তারই একটা ছোট্ট প্রতিবাদ ‘আসমানী ভোর’। আশা করি এই নবীন পরিচালক সায়নদীপ চৌধুরীর প্রয়াস প্রত্যেকের ভাল লাগবে।” আসন্ন নভেম্বরেই মুর্শিদাবাদে শুরু হচ্ছে ছবির শুটিং।

আরও পড়ুন, Kanchan Mullick: টেলিভিশনে ‘বসন্ত বিলাস’-এ ফিরছেন কাঞ্চন, সঙ্গী কমলিকা

আরও পড়ুন, Prabhas: প্রতি ছবিতে প্রভাসের পারিশ্রমিক নাকি ৮০ থেকে ১২০ কোটি টাকা, কী কী দামি জিনিস রয়েছে তাঁর সংগ্রহে?