Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Soham Chakraborty: ১৫ ফুট লম্বা অজগর সোহমের হাতে, ডুয়ার্সে গিয়ে এ কোন অভিজ্ঞতা হল?

Viral Post: না, ভয় পালিয়ে যাওয়া নয়, বরং কাছে গিয়ে হাতে নিয়ে তা ধরে দেখলেন সোহম। অভিনেতার এই কাণ্ড দেখে চক্ষু চরক গাছ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকদের। এও সম্ভব! ভয়কে জয় করে সাপকে যেভাবে তিনি আঁকড়ে ধরলেন, তা চোখে না দেখলে বিশ্বাস করার নয়।

Soham Chakraborty: ১৫ ফুট লম্বা অজগর সোহমের হাতে, ডুয়ার্সে গিয়ে এ কোন অভিজ্ঞতা হল?
Follow Us:
| Edited By: | Updated on: Sep 14, 2023 | 5:49 PM

বর্তমানে ‘প্রধান’ ছবির শুটিংয়ে ব্যস্ত অভিনেতা সোহম চক্রবর্তী। এই ছবির শুটিং-এর জন্যই ‘প্রধান’ টিমের সঙ্গে তিনি অগস্ট মাসের শেষেই পাড়ি দিয়েছিলেন উত্তরবঙ্গে। বর্তমানে তাঁরা ডুয়ার্সের একটি অংশে শুট করছেন। বর্ষার পাহাড় কিংবা জঙ্গল, প্রকৃতি যেন সেজে ওঠে নতুন রূপে। একদিকে তা যেমন সুন্দর, তেমনই মাঝেমধ্যেই ভয়ঙ্কর হয়ে ওঠে এই জঙ্গল চত্বরের চারপাশ। কারণ বর্ষায় সরীসৃপ প্রাণীর উপদ্রব বেশ বেড়ে যায়। আর তেমনই এক অভিজ্ঞতার সাক্ষী থাকলেন এবার অভিনেতা সোহম চক্রবর্তী। বৃহস্পতিবার সকালেই ডুয়ার্সের এক বেসরকারি রিসর্টে শুরু হয়ে যায় শুরু হয়ে যায় শোরগোল। সেখানেই বর্তমানে রয়েছে টিম প্রধান। খবর কানে যেতেই বাইরে বেরিয়ে সোহম দেখেন এক পনেরো ফুট লম্বা অজগর উদ্ধার হয়েছে রিসোর্ট থেকে।

না, ভয় পালিয়ে যাওয়া নয়, বরং কাছে গিয়ে হাতে নিয়ে তা ধরে দেখলেন সোহম। অভিনেতার এই কাণ্ড দেখে চক্ষু চরক গাছ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকদের। এও সম্ভব! ভয়কে জয় করে সাপকে যেভাবে তিনি আঁকড়ে ধরলেন, তা চোখে না দেখলে বিশ্বাস করার নয়। সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। ছবি পোস্ট করেছেন অভিনেতা বিশ্বনাথ বসুও।

যা দেখে রীতিমতো অবাক নেট দুনিয়ার একশ্রেণী। সোহমের চোখে মুখে এদিন ছিল না বিন্দুমাত্র ভয়ের ছাপ। বরং সোহম যে বেজায় সাহসী তা প্রমাণ করে দিলেন এক পলকে। চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত প্রধান ছবির শুট চলার কথা। তবে উত্তরবঙ্গে গিয়ে ছবির শুটিং ফাঁকে মাঝে মধ্যে যে নিত্যনতুন অভিজ্ঞতার সাক্ষী থাকছে গোটা টিম, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এবার তেমনই এক মুহূর্তের সাক্ষী থাকলেন অভিনেতা সোহম চক্রবর্তী। মুহূর্তে এই পোস্ট ভরে গেল লাইক, কমেন্টে।