বিচুটি পাতা দিয়ে প্রেমের শুরু, সম্পর্কের দু’ বছরে পাহাড়ে একান্তে সোহিনী-রণজয়
Sohini-ronojoy: দার্জিলিংয়ে চলছিল ‘জাজমেন্ট ডে’র শুটিং। কফিশপ থেকে বেরিয়েই প্রেম পেল খুব। হাতের কাছে বিচুটি পাতা। তাই দিয়েই হাঁটুগেড়ে বসে রণজয় তখন শাহরুখ।
দেখতে দেখতে ভালবাসার দুই বছর পার। দুই বছরকে আরও রাঙিয়ে তুলতে বিগত লম্বা সময় ধরে আপাতত পাহাড়ে রয়েছেন সোহিনী সরকার এবং রণজয় বিষ্ণু। শ্যাওলা ধরা গাছের গুঁড়ি, পাহাড়ি রাস্তা, সবুজের ফাঁকে উঁকি দেওয়া ছিপছিপে ঝর্ণায় দিন কাটছে তাঁদের। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রেম, বন্ধুত্ব।
এ দিন সম্পর্কের জন্মদিনে দুইজনের ইনস্টাগ্রাম ভেসেছে ভালবাসার রঙিন ইজহারে। তাতে আটকা পড়েছে একসঙ্গে কাটানো নানা মুহূর্ত। ক্যাপশন বলছে, ‘শুধুমাত্র দু’টি বছর…’। অর্থাৎ ‘পিকচার অভি বাকি হ্যায়’। টলিপাড়ার এই দুই লাভ বার্ডসের সম্পর্কের সূচনার মূলে ছিল এক বিচুটি পাতা। ফিকশন নয়! সত্যি। এ কথা আগেই টিভিনাইন বাংলাকে জানিয়েছিলেন খোদ রণজয়ই।
View this post on Instagram
দার্জিলিংয়ে চলছিল ‘জাজমেন্ট ডে’র শুটিং। কফিশপ থেকে বেরিয়েই প্রেম পেল খুব। হাতের কাছে বিচুটি পাতা। তাই দিয়েই হাঁটুগেড়ে বসে রণজয় তখন শাহরুখ। তাঁর কথায়, “সোহিনী বলল, ও শাহরুখ আর আমি নাকি কাজল।” সেখান থেকেই শুরু। যা দু বছর পরেও চলছে একইভাবে। ঠিক যেখানে ‘বিচুটি প্রপোজ’ হয়েছিল দু’বছর আগে, দু’বছর পর ওই একই ভঙ্গিমায় সেখান থেকেই আরও একটি ছবি শেয়ার করেছেন রণজয়। ক্যাপশন বলছে, “টুগেদার ফরএভার”। কমেন্ট বক্সে ভিড় করেছে শুভেচ্ছা, ভালথাকার অভিনন্দন। আপাতত পাহাড়ে আর একটি দিন। কলকাতায় ফিরছেন খুব শীঘ্রই। ততক্ষণ ভালবাসার আর পাহাড়ি কুয়াশায় নিজেদের মুড়ে রাখতে চান ওঁরা, প্রমাণ? ইনস্টাগ্রাম…।
আরও পড়ুন-Shahid Kapoor: গোয়ার নীল জলে দাপিয়ে মুম্বইয়ের বাজারে শুটিং শুরু শাহিদের
View this post on Instagram