Tolly Gossip: মিলে গেল জল্পনা! শোভনের সঙ্গেই জন্মদিনের ট্রিপ সোহিনীর, ছবি দেখেছেন?
Tolly Gossip: টলি-টেলি পাড়ার অন্দরে জোর গুঞ্জন--- গায়ক শোভন গঙ্গোপাধ্যায় নাকি ফের একবার প্রেমে পড়েছেন। ছোট পর্দা নয়, এবার তাঁর মন মজেছে বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকারে। শোভনের টাইমলাইনে সোহিনীর লেখা, একসঙ্গে খুচরো আউটিংয়ের মাঝেই ফাঁস হয়ে গেল এক ছবি। একসঙ্গে ট্রিপে গিয়েছেন সোহিনী-শোভন। উপলক্ষ সোহিনীর জন্মদিন। কে করল ছবি ফাঁস? ঠিক কী ঘটেছে?
টলি-টেলি পাড়ার অন্দরে জোর গুঞ্জন— গায়ক শোভন গঙ্গোপাধ্যায় নাকি ফের একবার প্রেমে পড়েছেন। ছোট পর্দা নয়, এবার তাঁর মন মজেছে বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকারে। শোভনের টাইমলাইনে সোহিনীর লেখা, একসঙ্গে খুচরো আউটিংয়ের মাঝেই ফাঁস হয়ে গেল এক ছবি। একসঙ্গে ট্রিপে গিয়েছেন সোহিনী-শোভন। উপলক্ষ সোহিনীর জন্মদিন। কে করল ছবি ফাঁস? ঠিক কী ঘটেছে? জেনে নিন বিস্তারিত।
টেলিভিশন জগতের রিয়েল লাইফ জুটি অঙ্কিতা ও প্রান্তিকের সঙ্গে বেশ ভালই সম্পর্ক সোহিনীর। দিন কয়েক আগেই তাঁর জন্মদিন উপলক্ষে সোহিনীসহ সবাই মিলে গিয়েছিলেন এক মিনি ট্রিপে। মঙ্গলবার মধ্যরাতে সেই ট্রিপেরই ছবি শেয়ার করতেই বেরিয়ে এল আরও এক খবর। বন্ধুদের ভিড়ে রয়েছেন শোভনও! ব্যস দুইয়ে দুইয়ে চার করে নিয়েছেন সাধারণও। যদিও ওরা মুখে কুলুপ এঁটেছেন। ‘গুড ফ্রেন্ড’ তকমাই কি দেবেন এই সম্পর্ককে? প্রশ্ন হাজারও থাকলেও ওঁরা নিরুত্তর।
কিছু মাস আগেই স্বস্তিকা দত্তের সঙ্গে প্রেম ভেঙেছিল শোভনের। রটেছিল শোভনের সঙ্গে স্বস্তিকার সম্পর্ক ভাঙার কারণ নাকি ছিল, প্রাক্তন প্রেমিকা ইমন চক্রবর্তীর সঙ্গে শোভনের ঘনিষ্ঠতা। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছিলেন দু’জনেই। ওদিকে সোহিনীও বেশ কিছু দিন আগে পর্যন্তও ছিলেন সিঙ্গল। রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্ক এখন অতীত। দুই ভাঙা হৃদয় কি আবারও জোড়া লাগছে এভাবেই? উত্তর যদিও সময়ের হাতে।
View this post on Instagram