Sreelekha Mitra: ‘স্ট্র্যাপটা খুলে ফেলো আরও ভাল লাগবে’! জনৈকর ‘জ্বালা’ বুঝে ‘সহানুভূতিশীল’ শ্রীলেখা

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

Jul 24, 2021 | 6:12 PM

গত মে মাসে শ্রীলেখা, রিমঝিমের লেখা এক কমেন্টের একটি স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে দেখা যায়...

Sreelekha Mitra: স্ট্র্যাপটা খুলে ফেলো আরও ভাল লাগবে! জনৈকর জ্বালা বুঝে সহানুভূতিশীল শ্রীলেখা
শ্রীলেখা মিত্র।

Follow Us

গতকাল শহরে মেঘ জমেছিল, সঙ্গে এপাশ-ওপাশ বৃষ্টিও পড়েছে। এমন এক সময়ে মেঘলা দিনে ‘একলা’ হওয়ার গান গেয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। জানলার সামনে আর বাইরে বৃষ্টি আর শ্রীলেখার কণ্ঠে শোনা গেল হেমন্তু মুখোপাধ্যায়ের গাওয়া— ‘এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।’ ভিডিয়োতে গানের শেষে নিজের ফ্যানদের উদ্দেশ্যে ফ্লাইয়িং কিসও দিয়েছেন অভিনেত্রী। কেউ লিখেছেন ‘গলাটা তো বেশ দারুণ’। কেউ লিখেছেন ‘রোববার বিকেল পাঁচটায় আসবে?’

 

 

কিন্তু এত সব সুখ্যাতির মধ্যে এক অশ্লীল কমেন্ট বাকি সব ভালকে ছাপিয়ে গিয়েছে। পোস্টে শ্রীলেখা মিত্রকে করা হল বডি শেমিং। পৌলমী বিনয় যোশী নামক এক ইনস্টা প্রোফাইল থেকে লেখা হয়েছে, ‘স্ট্র্যাপটা খুলে ফেলো, আরও ভাল লাগবে, আরও ভাল বডি শো-অফ করবে’। না, শ্রীলেখা মিত্র চুপ থাকার পাত্রী একেবারে নন। কমেন্টটি খেয়াল করা মাত্র তিনি রিপ্লাইয়ে লেখেন, ‘পৌলমী বিনয় যোশী নামক কেন বলুন তো? আপনার পরতে ইচ্ছে করছে বুঝি কিন্তু পারছেন না, হুম বুঝি জ্বালাটা।

 

শ্রীলেখার সেই ভিডিয়োর স্ক্রিনশট এবং সেই কমেন্টের স্ক্রিনশট ফেসবুকে পোস্ট করেন অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, ‘একটি রিল পোস্ট করার পরে ইন্সটা মন্তব্য। মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাস্টার আমি নই, তবে বিশ্লেষণাত্মক মন রয়েছে তাই এই ধরণের নারীর প্রতি সহানুভূতি রয়েছে। এবং আপনারা ভাবেন পুরুষরাই এ সব করে!!! অন্য ‘মিত্র’র কথা ভুলে গিয়েছেন যে আমাকে বডি শেমিং এবং স্লাট শেমিং করেছিল। ওটা বিরক্তকর ছিল, এটা নয়।’

‘মিত্র’ বলতে শ্রীলেখা যে রিমঝিম মিত্রকে বোঝাতে চেয়েছেন তা কিন্তু স্পষ্ট। কারণ গত মে মাসে শ্রীলেখা, রিমঝিমের লেখা এক কমেন্টের একটি স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে দেখা যায় যে জনৈক শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি পোস্টের কমেন্ট সেকশনে রিমঝিম মিত্র লিখেছেন, “থলথল বৌদি আমায় ব্লকিয়েছে। কমরেট মাংস পিণ্ড কি এটা ঠিক করল আমার সঙ্গে?” এরপরেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নামকে বিকৃত করে খানিক সারকাজমের সুরে রিমঝিম লিখেছেন, “মুদী মাস্ট রিজাইন”। সেই শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়ও তাঁর পোস্টে লিখেছিলেন, ‘ওয়ান অ্যাডভার্টাইজমেন্ট ওয়ান্ডার বামপন্থী বৌদি অভিনেত্রী’…। না, কমেন্টে রিমঝিম বা ওই ব্যক্তি শ্রীলেখার নাম নেননি। কিন্ত টিভিনাইন বাংলার তরফে শ্রীলেখা মিত্রকে ফোন করা হলে তাঁর স্পষ্ট বক্তব্য, যে কেউ দেখলেই বুঝবে পোস্টটি তাঁর উদ্দেশ্যেই।

 

আরও পড়ুন Rahul: প্রিয়াঙ্কা সরকারের পর রাহুল, মরোণত্তর অঙ্গদানে সম্মতি অভিনেতার

আরও পড়ুন- Viral Video: ওয়ার্ক ফ্রম ওয়েডিং! বিয়ের মণ্ডপে ল্যাপটপ নিয়ে হাজির বর, দেখুন ভিডিয়ো

Next Article