AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sreelekha Mitra: বিয়ে করবেন না শ্রীলেখা! বললেন, “ন্যাড়া একবারই বেলতলা গেছে…”

দিনকয়েক আগে নিজের এক নাক 'উঁচু' ছবি পোস্ট করেন শ্রীলেখা। জানা যায় ছবিটি তাঁর নতুন ছবির লুক।

Sreelekha Mitra: বিয়ে করবেন না শ্রীলেখা! বললেন, ন্যাড়া একবারই বেলতলা গেছে...
শ্রীলেখা।
| Edited By: | Updated on: Jul 13, 2021 | 1:32 PM
Share

গত সপ্তাহে একটি ভিডিয়ো পোস্ট করেন অভিনেত্রী। সেই ভিডিয়োতে শ্রীলেখা মিত্র জানান যে তিনি তাঁর ফ্যানদের প্রশ্নের জবাব দেবেন। এও বলেন প্রত্যেকদিন একটি করে প্রশ্নের জবাব দেবেন অভিনেত্রী, বলেও দেন প্রশ্ন তৈরি রাখতে। কিছু প্রশ্নের জবাবও দিয়েছেন তিনি। একজন তাঁকে বলেন, যে তিনি শ্রীলেখার সঙ্গে ডেটে যেতে চান। উত্তরে শ্রীলেখা বলেন সেই মানুষটি ম্যারেড, এবং তাঁকে পাল্টা জিজ্ঞেস করেন, “আমি, তুমি এবং তোমার বউ ডেটে গেলে কেমন হয়?”

View this post on Instagram

A post shared by Sreelekha Mitra (@sreelekhamitraofficial)

এমনই ফ্যানদের বহু প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। তবে বেশ কিছুদিন ইনস্টা রিল করতে পারছেন না অভিনেত্রী। কারণ তাঁর শরীর ভাল নেই। আজ এক ভিডিয়ো পোস্ট করেন শ্রীলেখা। তাতে তিনি বলেন, “…একজন বলেছেন, আপনি এমনভাবে কোয়েশ্চন চাইছেন, যেন মনে হচ্ছে আপনি একেকবার একেকজনকে বিয়ে করবেন” তারপর শ্রীলেখাই জনৈক ব্যক্তির প্রত্যুত্তরে বলেন, “সরি ভাই ন্যাঁড়া একবারই বেলতলা গেছে…বিয়ে একবারই করেছি। আর না।”

দিনকয়েক আগে নিজের এক নাক ‘উঁচু’ ছবি পোস্ট করেন শ্রীলেখা। জানা যায় ছবিটি তাঁর নতুন ছবির লুক। ফেসবুক ওয়ালে তাঁর আসন্ন নতুন ছবির ট্রেলারও পোস্ট করেন শ্রীলেখা। ফিল্মের নাম ‘ন্যায়—জাজমেন্ট ডে’। ক্যাপশনে পরিচালকের নাম জুড়ে দিলেন অভিনেত্রী আর ব্র্যাকেট টেনে উস্কে দিয়ে লিখলেন ‘কার ভূমিকায় অভিনয় করছি’।

শ্রীলেখার ইনস্টা রিলগুলো।

ভিডিয়োটি কিছুক্ষণ দেখলে বুঝতে অসুবিধে হওয়ার কথা নয় শ্রীলেখা ঠিক কার ভূমিকায় অভিনয় করছেন! ফোনে শ্রীলেখাকে ধরা হলে তিনি বলেন, “আদ্যপান্ত রাজনৈতিক ছবি। আমি একজন নেত্রীর চরিত্রে অভিনয় করছি। ছবিটা করতে দারুণ লেগেছে। আমার মুখটা অদ্ভূত, যে কোনও চরিত্রের সঙ্গে ঠিক মানিয়ে যায়।”

আরও পড়ুন Saswata Chatterjee: আপনার রয়েছে কোনও মনোস্কামনা? জানতে চাইছেন ‘বব বিশ্বাস’!