Subhashree Ganguly: পরনে ব্রালেট, মালদ্বীপে শুভশ্রীর নজরকাড়া ফ্যাশন স্টেটমেন্ট

Subhashree Ganguly: মা হওয়ার পর মেয়েদের শারীরিক কিছু পরিবর্তন স্বাভাবিক। শুভশ্রীও তার ব্যতিক্রম নন। কিন্তু ক্যামেরার সামনে আসতেই তাঁকে বডি শেমিংয়ের শিকার হতে হয়।

Subhashree Ganguly: পরনে ব্রালেট, মালদ্বীপে শুভশ্রীর নজরকাড়া ফ্যাশন স্টেটমেন্ট
শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

| Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Oct 03, 2021 | 8:36 PM

হট পিঙ্ক জুতো। হাতে চুড়ি। হালকা খোঁপাও যেন করেছেন। পরনে ব্রালেট। ঠিক এ ভাবেই মালদ্বীপে নিজেকে সাজালেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একেবারে ছক ভাঙা ফ্যাশন। আর তাতেই যেন বাকিদের থেকে দর্শকের চোখে আলাদা হয়ে উঠেছেন তিনি।

কখনও সমুদ্রের ধারে একান্তে আবার কখনও বা পড়ন্ত রোদেলা বেলায় উপচে পড়ছে রাজ-শুভশ্রীর প্রেম। টলিপাড়ার বন্ধুরাও ভরিয়ে দিয়েছেন ভালবাসায়। কেউ লিখেছেন, ‘হট’… আবার কারও মতে কাপল গোলস দিচ্ছেন তাঁরা। দিন কয়েক আগেই পুরী বেড়াতে গিয়েছিল ইউভান। প্রথম বার সমুদ্র দেখেছিল সে। সেই ছবি শেয়ার করেছিলেন বাবা-মা’ও। আরও একবার সমুদ্রের কাছাকাছি পৌঁছে গেল সে… এ বারও সঙ্গী বাবা-মা।

বলিউডে সেলেবদের মধ্যে মালদ্বীপ যাওয়ার চল রয়েছে। কিছুদিন আগেই মালদ্বীপ থেকে ঘুরে এলেন পরিণীতি চোপড়া। রাহুল-বৈদ্য ও দিশা পারমারকেও দেখা গিয়েছে সেখানে, এই কয়দিন আগেই। টলিউডেও ক্রমে চালু হয়েছে সেই ট্রেন্ড। মাস খানেক আগেই মালদ্বীপে ছেলে ও ছেলের প্রেমিকাকে নিয়ে ছুটি কাটিয়ে এসেছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার সেই দলে নাম লেখালেন রাজ-শুভশ্রীও।

কোভিড পর্বে অনেক ঝড় সামলেছেন শুভশ্রী। শ্বশুরমশাইয়ের মৃত্যু, পরিবারের একাধিক সদস্য কোভিডে আক্রান্ত হওয়া, নিজেও অসুস্থ ছিলেন কিছুদিন। ইউভানকে বড় করে তোলার গুরু দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কাজেও ফিরেছেন। মা হওয়ার পর মেয়েদের শারীরিক কিছু পরিবর্তন স্বাভাবিক। শুভশ্রীও তার ব্যতিক্রম নন। কিন্তু ক্যামেরার সামনে আসতেই তাঁকে বডি শেমিংয়ের শিকার হতে হয়। সরাসরি কিছু না বললেও পরোক্ষে তার জবাব দিয়েছেন নায়িকা। মালদ্বীপে নায়িকার ফ্যাশন সেন্স যেন আরও একবার মনে করিয়ে দিল, কনফিডেন্সই আসল। যে কোনও পোশাক, যিনি পরছেন তিনি কমফর্টেবল কি না, তিনি কী ভাবে ক্যারি করছেন, সেটাই আসল। ফ্যাশনের ক্ষেত্রে নিজে এই মন্ত্র মেনে চলেন শুভশ্রী, তা যেন আরও একবার পরোক্ষে প্রমাণ দিলেন।

একজন ব্যস্ত পরিচালক তথা বিধায়ক। অন্যজন ব্যস্ত অভিনেত্রী। পেশাদার জগতের বাইরে ব্যক্তি জীবনে তাঁরা বাবা-মা। তাঁরা অর্থাৎ রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। হাজার ব্যস্ততার মধ্যে একমাত্র সন্তান ইউভানকে সময় দেন তাঁরা। এখ পুরোদমে কাজও শুরু করে দিয়েছেন দম্পতি। ছবির শুটিং হোক বা রিয়ালিটি শোয়ের মঞ্চ নিজের দায়িত্ব পালন করেন শুভশ্রী। অন্যদিকে রাজ রাজনীতি এবং সিনেমা সামলাচ্ছেন সমান তালে। তবে দুজনের জীবনেই প্রায়োরিটি ইউভান। ছেলের জন্য আলাদা সময় রাখেন তাঁরা।

আরও পড়ুন, Durga Puja 2021: প্রি-পুজো আড্ডায় অরিন্দম, শাশ্বত, বিক্রম, ইমন…

আরও পড়ুন, Madhubani Goswami: ‘সে অনেক কাল আগের কথা, সেই দ্বাপর যুগের’, কোন স্মৃতি শেয়ার করলেন মধুবনী?