Durga Puja 2021: প্রি-পুজো আড্ডায় অরিন্দম, শাশ্বত, বিক্রম, ইমন…

Durga Puja 2021: চৌরঙ্গির সিক্স বালিগঞ্জ প্লেসে আড্ডা জমিয়েছিলেন টলিউডের শিল্পীরা।

| Edited By: | Updated on: Oct 03, 2021 | 7:13 PM
পুজো আসতে আর হাতে মাত্র কয়েকটা দিন। বাঙালির উৎসবের আমেজ শুরু। হুল্লোড় শুরু হয়ে গেল। অভিনেতা, অভিনেত্রীদের নিয়ে একসঙ্গে সস্ত্রীক সময় কাটালেন পরিচালক অরিন্দম শীল।

পুজো আসতে আর হাতে মাত্র কয়েকটা দিন। বাঙালির উৎসবের আমেজ শুরু। হুল্লোড় শুরু হয়ে গেল। অভিনেতা, অভিনেত্রীদের নিয়ে একসঙ্গে সস্ত্রীক সময় কাটালেন পরিচালক অরিন্দম শীল।

1 / 7
‘তীরন্দাজ শবর’-এর শুটিং করছেন অরিন্দম। শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে বহুদিন পরে কাজ করলেন। তার ফাঁকে অভিনেতার স্ত্রী, মেয়ের সঙ্গে সস্ত্রীক অরিন্দম লাঞ্চে সময় কাটালেন।

‘তীরন্দাজ শবর’-এর শুটিং করছেন অরিন্দম। শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে বহুদিন পরে কাজ করলেন। তার ফাঁকে অভিনেতার স্ত্রী, মেয়ের সঙ্গে সস্ত্রীক অরিন্দম লাঞ্চে সময় কাটালেন।

2 / 7
অরিন্দমের সঙ্গে পারিবারিক আড্ডায় সুস্মিতা দেব, বিক্রম ঘোষ, ইমন চক্রবর্তীরাও ছিলেন।

অরিন্দমের সঙ্গে পারিবারিক আড্ডায় সুস্মিতা দেব, বিক্রম ঘোষ, ইমন চক্রবর্তীরাও ছিলেন।

3 / 7
চৌরঙ্গির সিক্স বালিগঞ্জ প্লেসে আড্ডা জমিয়েছিলেন টলিউডের শিল্পীরা।

চৌরঙ্গির সিক্স বালিগঞ্জ প্লেসে আড্ডা জমিয়েছিলেন টলিউডের শিল্পীরা।

4 / 7
গত বছরই ‘তীরন্দাজ শবর’-এর ঘোষণা হয়ে গিয়েছিল। এ বার শুরু হল এই ছবির শুটিং। অরিন্দমের শবর সিরিজের এটি চার নম্বর ছবি।

গত বছরই ‘তীরন্দাজ শবর’-এর ঘোষণা হয়ে গিয়েছিল। এ বার শুরু হল এই ছবির শুটিং। অরিন্দমের শবর সিরিজের এটি চার নম্বর ছবি।

5 / 7
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অপ্রকাশিত উপন্যাস ‘তীরন্দাজ’ অবলম্বনে গাঁথা হয়েছে এই ছবির গল্প। ছবিতে শাশ্বত ছাড়াও রয়েছেন দেবলীনা কুমার, দেবযানী চট্টোপাধ্যায়সহ অনেকেই।

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অপ্রকাশিত উপন্যাস ‘তীরন্দাজ’ অবলম্বনে গাঁথা হয়েছে এই ছবির গল্প। ছবিতে শাশ্বত ছাড়াও রয়েছেন দেবলীনা কুমার, দেবযানী চট্টোপাধ্যায়সহ অনেকেই।

6 / 7
এর ঠিক আগেই মিমি চক্রবর্তী এবং অর্জুন চক্রবর্তীকে নিয়ে ওড়িশায় ‘খেলা যখন’-এর শুটিং শেষ করেছেন অরিন্দম।

এর ঠিক আগেই মিমি চক্রবর্তী এবং অর্জুন চক্রবর্তীকে নিয়ে ওড়িশায় ‘খেলা যখন’-এর শুটিং শেষ করেছেন অরিন্দম।

7 / 7
Follow Us: