Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিশ্ব পরিবেশ দিবসে গাছ পুঁতলেন শুভশ্রী, ছোট্ট দুই হাত দিয়ে সাহায্য করল ইউভান

আজ পরিবেশ সুস্থ রাখার দিনে ‘গাছ লাগান প্রাণ বাঁচান’-এই সহজ কিছু শব্দগুলোর গুরুত্বকে প্রাধান্য দিয়েছেন অভিনেত্রী শুভশ্রীও।

বিশ্ব পরিবেশ দিবসে গাছ পুঁতলেন শুভশ্রী, ছোট্ট দুই হাত দিয়ে সাহায্য করল ইউভান
শুভশ্রী ও ইউভান।
Follow Us:
| Updated on: Jun 05, 2021 | 11:47 AM

প্রকৃতির গুরুত্ব আমাদের জীবনে কতখানি, তা বুঝিয়ে দিয়েছে প্যান্ডেমিক। ৫ জুন, বিশ্বজুড়ে পরিবেশ দিবস হিসেবে উদযাপন হয়। প্রকৃতিকে এক প্রকার সম্মান জানাতে আজকের দিনটিকে বেছে নিয়েছে রাষ্ট্রপুঞ্জ। গবেষকরা বলছেন, করোনা মহামারী ছড়িয়ে পড়ায় ঘরবন্দি হয়েছে মানুষ। তাতে ভীষণ খারাপের মধ্যেও একটি ভাল খবর—উপকৃত হয়েছে ‘প্রকৃতি’। লকডাউনের ফলে মানুষের কর্মকাণ্ড কিছুটা কম হওয়ায় স্বস্তি পেয়েছে প্রকৃতি। গোটা বিশ্ব জুড়ে পরিবেশ বাঁচিয়ে রাখার উদযাপন। চলতি বছরে বিশ্ব পরিবেশ দিবসের থিম ‘বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার’ (‘Ecosystem Restoration’ )।

 

আরও পড়ুন অর্জুন কাপুরই আমার ‘সত্যিকারের বন্ধু’, আসল ‘মর্দ’: কেআরকে

 

 

 

আজ পরিবেশ সুস্থ রাখার দিনে ‘গাছ লাগান প্রাণ বাঁচান’-এই সহজ কিছু শব্দগুলোর গুরুত্বকে প্রাধান্য দিয়েছেন অভিনেত্রী শুভশ্রীও। ছেলে ইউভানকে বাগানে ছোট্ট চারাগাছ পুঁতলেন অভিনেত্রী। ছেলে ছোট্ট হাত দিয়ে চারাগাছে জলও ঢালল। বিশ্ব পরিবেশ দিবসে শুভশ্রী সে সব ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘#বিশ্বপরিবেশ দিবসে আমাদের ‘প্রকৃতি মা’-খে বাঁচানোর শপথ গ্রহণ করি।’ইউভানের বয়স ন’মাসের কিছু বেশি। কিন্তু ছবিতে তাকে দেখা যাচ্ছে মন দিয়ে দেখছে ছোট্ট চারাগাছটিকে। বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার গাছ লাগানোর মতো উদ্যোগে শুরু করলেন মা-সন্তান।

শেয়ার করা ছবির নিচের কমেন্ট সেকশনে একজন লিখলেন, ‘পেশার থেকে মায়ের দায়িত্ব যে কতো বড়ো তা শুভশ্রী দিদিকে দেখে বুঝলাম।‘ অন্যজন লিখলেন, ‘একজন পারফেক্ট অভিনেত্রী। একজন পারফেক্ট মা।’