Swastika Mukherjee: সিনেপাড়ায় নয়া সমীকরণ, এবার স্বস্তিকা-চঞ্চল জুটিতে
Inside Story: বর্তমানে এক মাসের বিরতিতে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কারণ তিনি অসুস্থ, সম্প্রতি এক সোশ্যাল মিডিয়ায় পোস্টে উল্লেখ করেন আগামী সপ্তাহে তাঁর অস্ত্রপ্রচারের কথা।

স্বস্তিকা মুখোপাধ্যায়, টলিউড থেকে বলিউড বড়পর্দা থেকে ওটিটি সিরিজ, এখন তাঁর চাহিদা তুঙ্গে। ভুরি-ভুরি চিত্রনাট্য নিত্যদিন পৌঁছে যাচ্ছে স্বস্তিকার দরবারে। কিন্তু খুব বাছাই করে চরিত্র নির্বাচন করতে এখন তৎপর স্বস্তিকা। যা পেলাম, তাই করলাম এই নীতি নয় বরং যে চরিত্র তাঁর অভিনয় কেরিয়ারে এক বিশেষ ছাপ ফেলবে, তেমনই চিত্রনাট্য নির্বাচন করতে চান স্বস্তিকা মুখোপাধ্যায়। সম্প্রতিতে মুক্তি পেয়েছে তাঁর ওটিটি সিরিজ নিখোঁজ। যেখানে স্বস্তিকা মুখোপাধ্যায় ও টোটা রায়চৌধুরীকে জুটি বাঁধে দেখা যায়। তবে এবার তাঁর ঝুলিতে এক অন্যস্বাদের চরিত্রের প্রস্তাব। শোনা যাচ্ছে চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করতে চলেছেন তিনি। তবে এছবি ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনা কিনা, সে বিষয়ে এখনও কোনও নিশ্চিত খবর প্রকাশ্যে আসেনি।
বর্তমানে এক মাসের বিরতিতে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কারণ তিনি অসুস্থ, সম্প্রতি এক সোশ্যাল মিডিয়ায় পোস্টে উল্লেখ করেন আগামী সপ্তাহে তাঁর অস্ত্রপ্রচারের কথা। সূত্রের খবর খানিকটা সুস্থ হয়েই এই নিয়ে কথাবার্তা শুরু হবে পরিচালক প্রযোজকের সঙ্গে। তবে ছবির প্রস্তাব গ্রহণ করে ইতিমধ্যেই নাকি অগ্রিম নিয়ে নিয়েছেন অভিনেত্রী বলেই সূত্রের খবর। সবকিছু ঠিক থাকলে, চলতি বছর অক্টোবর ও নভেম্বরে হতে পারে এই ছবি। বহুদিন ধরেই টলিউড ও বাংলাদেশের যৌথ প্রযোজনা কিংবা অভিনেতা অভিনেত্রী সংমিশ্রণে বাংলা ছবি তৈরি হচ্ছে।। সম্প্রতিতে যে চল আরও বেশি দেখা যাচ্ছে বাংলা ছবির বিস্তারের লক্ষ্যে। দুই বাংলার স্টার কাস্টরা এখন এক যোগে বাংলা ছবিকে প্রচার করতে দুই দেশ মিলিয়েই কাজ করতে উৎসাহী। এখন দেখার স্বস্তিকা মুখোপাধ্যায় ও চঞ্চল চৌধুরী বাংলা সিনেমা পাড়ার নয়া জুটিকে নিয়ে বাংলাদেশের বড়পর্দায় কতটা আলোড়ন তৈরি হয়। বাংলাদেশের এই ছবির প্রস্তাব নাকি অনেক আগেই পেয়েছিলেন তিনি, অবশেষে তা ফ্লোরে নামার খবর সামনে এল।





