Aparajita Adhyay: আগের বারের মতো এবারও বড় করে লক্ষ্মী পুজো করছেন না অভিনেত্রী অপরাজিতা আঢ্য

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 18, 2021 | 10:11 PM

প্রতিবছর অপরাজিতার পুজোর দিকেই তাঁকিয়ে থাকেন দর্শক। তিনিই হয়ে ওঠেন আকর্ষণের মধ্যমণি। লক্ষ্মী ঠাকুরকে থিম অনুযায়ী সাজান প্রতিবছর।

Aparajita Adhyay: আগের বারের মতো এবারও বড় করে লক্ষ্মী পুজো করছেন না অভিনেত্রী অপরাজিতা আঢ্য
অপরাজিতা আঢ্যর লক্ষ্মী পুজো

Follow Us

বাড়িময় ছোট ছোট লক্ষ্মীর পা, আলপোনা দেওয়া সারা ঘরে, থিম অনুযায়ী মাকে সাজানো, নিজের হাতে রান্নাবান্না করে ভোগ নিবেদন করা, প্রতিবছর সুন্দর করে লক্ষ্মী পুজো করেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। নিজেও সাজেন মা লক্ষ্মীর মতোই। কিন্তু দু’বছর ধরে মায়ের আরাধনা জাঁকজমক করে কিছুতেই করতে পারছেন না অভিনেত্রী। একটা না একটা বাধা লেগেই আছে।

প্রতিবছর তাঁর পুজোর দিকেই তাঁকিয়ে থাকেন দর্শক। তিনিই হয়ে ওঠেন আকর্ষণের মধ্যমণি। মন দিয়ে, জাঁকজমক করে নিজের বেহালার বাড়িতে লক্ষ্মীদেবীর আরাধনা করেন অপরাজিতা আঢ্য। দুর্গা পুজোর পর যেন আরও একটি উৎসব মেখে নেন বাড়ির প্রত্যেক সদস্য। গত বছর সেই আনন্দ থেকে বঞ্ছিত ছিলেন সকলে। কারণ, করোনা। পুজোতেই করোনা আক্রান্ত হয়েছিলেন অপরাজিতা আঢ্য। খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। কিন্তু তাতেও মা লক্ষ্মীকে নিরাশ করেনি। অপরাজিতার সঙ্গে করোনা আক্রান্ত হয়েছিলেন তাঁর শাশুড়ি মা ও বাড়ির আরও দু’জন সদস্য। আইসোলেশনে থেকে কোনও মতে মায়ের পুজো করেছিলেন। সেই ভিডিয়ো অপরাজিতা শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

ভেবেছিলেন এবার অন্তত পুজো করতে পারবেন। কিন্তু না। কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন অপরাজিতার শ্বশুরমশাই। পুজোতে শাশুড়ি মাকে রাশিয়া পাঠিয়ে দিয়েছিলেন তাঁর বন্ধু-বান্ধবীদের সঙ্গে। সাতদিন কাটানোর পর তিনিও ফিরে এসেছেন। তিনি আসার পরই রাশিয়া লকডাউন। করোনা বেড়েছে। TV9 বাংলাকে বলেছেন অপরাজিতা নিজেই।

শ্বশুরমশাই মারা যাওয়ায় এবার বাড়িতে বড় করে লক্ষ্মী পুজো হবে না অপরাজিতার। সব ঠিক থাকলেও তিনি বড় করে পুজো করতেন না। অপরাজিতা TV9 বাংলাকে বলেছেন, “এবার তো আমার শ্বশুরমশাই মারা গিয়েছেন। তাই খুবই ছোট করে পুজো করছি। ঠাকুরমশাই আসবেন না, ফলে সংকল্প হবে না। এবার পুজোতেও সেভাবে আনন্দ করতে পারিনি। তবে একটা কথা বলতে চাই, সব ঠিক থাকলেও আমি বড় করে লক্ষ্মী পুজো করতাম না। তার কারণ করোনা। আবার বাড়ছে সংক্রমণ। এই তো মায়েরা রাশিয়া থেকে এল আর লকডাউন হয়ে গেল।”

আরও পড়ুন: Anjan Dutta: দীপাবলিতে নতুন গোয়েন্দা আসছে ভার্চুয়াল দুনিয়ায়, জন্ম দিয়েছেন অঞ্জন দত্ত

আরও পড়ুন: Bangladesh: কুমিল্লা দুর্গামণ্ডপ তাণ্ডবের ঘটনায় প্রথমবার মুখ খুললেন জয়া আহসান, কী বললেন তিনি?

আরও পড়ুন: Shilpa Shetty: অর্ধেক মাথা কেন মুড়িয়ে ফেললেন শিল্পা? বললেন, “অনেক সাহাস লেগেছে!”

Next Article