AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengali Movie: চরম উচ্চাকাঙ্ক্ষা, ‘সিঁড়ি’ বেয়ে উঠতে গিয়েই বেলাগাম তুহিনা

Tuhina Das: সিনেমা ধরণ বদলাচ্ছে, বদলাচ্ছে স্টোরিলাইন। প্রস্থেটিকের আমদানি টলিউডে হয়েছিল আগেই। এ বছরের গোড়ায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের 'ইন্দুবালা ভাতের হোটেল'-এর পর আবারও এক ছবিতে প্রস্থেটিক মেকআপের ব্যবহার।

Bengali Movie: চরম উচ্চাকাঙ্ক্ষা, 'সিঁড়ি' বেয়ে উঠতে গিয়েই বেলাগাম তুহিনা
বেলাগাম তুহিনা
| Edited By: | Updated on: Jul 21, 2023 | 8:36 AM
Share

সিনেমা ধরণ বদলাচ্ছে, বদলাচ্ছে স্টোরিলাইন। প্রস্থেটিকের আমদানি টলিউডে হয়েছিল আগেই। এ বছরের গোড়ায় শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর পর আবারও এক ছবিতে প্রস্থেটিক মেকআপের ব্যবহার। নায়িকা তুহিনা দাস। আর ছবির নাম ‘সিঁড়ি’। জানা যাচ্ছে, ছবিতে তুহিনার নাম সুমিতা। ছোটবেলাতেই বাবাকে হারিতে মামাবাড়িতেই মানুষ সুমিতা। একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে কল সেন্টারে চাকরি পায় সে থাকতে শুরু করে কলকাতায়। সম্পর্কে জড়ায় সপ্তকের সঙ্গে। কিন্তু উচ্চাকাঙ্ক্ষা তাঁকে চালনা করে বিপথে। সম্পর্ক ভেঙে যায়। তবে উপরে ওঠার মোহ থেকে বের হয়ে আসা সম্ভব হয়ে ওঠে না তাঁর পক্ষে।

পরবর্তীতে মেয়েটির অফিসে একজন এইচআর আসেন। যার নাম সুপ্রতিম। দু’জনে প্রেমে পড়েন, বিয়েও হয়। তবে সুমিতাকে ভাল রাখার জন্য সুপ্রতিমও চালিত হন বিপথে। হঠাৎ করেই পরিবারে ঘটে যায় এক বড় বিপর্যয়। তারপর কী হয়? কেনই বা বৃদ্ধার চরিত্রে তুহিনা, তা সবই লুকিয়ে রয়েছে ছবির অন্দরে। ছবিতে তুহিনা ছাড়াও রয়েছেন ঋজু, ইন্দ্রজিৎ মজুমদার, মানসী সিনহা, বিশ্বজিৎ চক্রবর্তী সহ অনেকেই। ছবিটির পরিচালক ও প্রযোজক অভিজিৎ নায়েক। কলকাতা ও তাঁর পার্শ্ববর্তী অঞ্চলেই হয়েছে এই ছবির শুটিং। সব ঠিক থাকলে এই বছরের নভেম্বরে মুক্তি পাবে ছবিটি। ‘ইন্দুবালা’ রূপে শুভশ্রীর প্রস্থেটিক লুক ভাল লেগেছিল দর্শকের, তুহিনা কতটা মন জয় করে নিতে পারেন, এখন সেটাই দেখার।