Bhisma Guhathakurata Demise: প্রয়াত অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা, শোকের ছায়া টলিউডে
বহুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন অভিনেতা। আক্রান্ত হয়েছিলেন করোনাতেও। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাসপাতালে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর।
প্রয়াত অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। ভর্তি ছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। বহুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন অভিনেতা। আক্রান্ত হয়েছিলেন করোনাতেও। সংক্রমণ থেকে মুক্তি পেলেও কোভিড পরবর্তী নানাবিধ শারীরিক জটিলতা থেকে আর তাঁকে বাঁচানো যায়নি। শরীরের একের পর এক অঙ্গ বিকল হতে শুরু করেছিল। শুক্রবার প্রাণ ত্যাগ করেন ভীষ্ম।
সত্যজিৎ রায়, তপন সিনহা, সন্দীপ রায়ের ছবিতে অভিনয় করেছিলেন ভীষ্ম গুহঠাকুরতা। প্রিয় অভিনেতা ছিলেন ত্রয়ী পরিচালকের। তবে কেবল অভিনয় নয়, বহুমুখী প্রতিভা ছিলেন অভিনেতা। অসাধারণ ভাল ক্রিকেট খেলতেন। দারুণ রবীন্দ্রসঙ্গীত গাইতেন। বাজাতে পারতেন পিয়ানো। সম্পর্কে মানিকবাবু (পড়ুন সত্যজিৎ রায়) ছিলেন তাঁর মামা।
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁকে দেখতে গিয়েছিলেন তুতোভাই বাবু, অর্থাৎ সন্দীপ রায়। পরিচালকের একাধিক ছবিতে অভিনয় করেছিলেন ভীষ্ম। ক্রিকেটের ময়দান থেকে যাত্রা শুরু করে বাংলার রঙ্গমঞ্চে সে পৌঁছন। তারপর বড়পর্দায় প্রবেশ। রবীন্দ্রনাথের ‘নষ্টনীড়’ নাটকে অভিনয় করেছিলেন ভীষ্ম। সেই অভিনয় দেখে নজর কাড়েন তপন সিনহার। তাঁকে ‘রাজা’ ছবিতে কাস্ট করেন পরিচালক। সেটিই ছিল ভীষ্মর ডেবিউ ছবি।
তপন সিনহা পরিচালিত ও সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত বিখ্যাত ‘আতঙ্ক’ ছবিতে অভিনয় করেছিলেন ভীষ্ম। সুমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছিলেন ছবিতে। পরিচালকের আরও অনেক ছবিতে অভিনয় করেন ভীষ্ম। যেমন ‘আদালত ও একটি মেয়ে’, ‘হারমোনিয়াম’, ‘অন্তর্ধান’, ‘বৈদুর্য রহস্য’, ‘বাঞ্ছারামের বাগান’। সত্যজিতের শাখা-‘প্রশাখা’, ‘গণশত্রু’র অংশ ছিলেন অভিনেতা। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ টলিজগৎ।
আরও পড়ুন: Bhumi Pednekar: ভালবাসা ভালবাসাই, সকলের জন্যেই সেটা সমান: ভূমি পেডনেকর