Jisshu Sengupta: ‘আপনি কি আমায় ভালবাসবেন?’ কাকে বলতে চান যিশু, ফাঁস করলেন সেই সত্যি

প্রেক্ষাগৃহে যিশুর প্রেমের ছবি। কেবল প্রেম নয়। ছবি জুড়ে রয়েছে পটল ও পোস্ট নামের দুই খুদে। পিতার চরিত্রে অভিনেতা। সেই সঙ্গে অসম বয়সের প্রেম। সবটা নিয়েই TV9 বাংলার সঙ্গে জমজমাটি আড্ডায় যিশু সেনগুপ্ত।

Jisshu Sengupta: 'আপনি কি আমায় ভালবাসবেন?' কাকে বলতে চান যিশু, ফাঁস করলেন সেই সত্যি
যিশু সেনগুপ্ত।
Follow Us:
| Updated on: Feb 04, 2022 | 3:57 PM

আজ ৪ ফেব্রুয়ারি। মুক্তি পেল যিশু সেনগুপ্ত অভিনীত বাংলা ছবি ‘বাবা বেবি ও…’। যিশু এখন কেবল বাংলার অভিনেতা নন। সারা ভারতের তাঁর বিচরণ। প্যান ইন্ডিয়ান হয়ে উঠেছেন ঘরের ছেলে। কখনও মুম্বই, কখনও দক্ষিণ ভারত, হিল্লিদিল্লি করে বেড়াচ্ছেন বঙ্গতনয়। মাঝেমধ্যে বাংলাতেও অভিনয় করছেন। তেমনই একটি ছবি মুক্তি পাচ্ছে আজ, সুপার শুক্রবারে। আগামীকাল (০৫.০২.২০২২) সরস্বতী পুজো। তার আগেই প্রেক্ষাগৃহে যিশুর প্রেমের ছবি। কেবল প্রেম নয়। ছবিতে জুড়ে রয়েছে পটল ও পোস্ট নামের দুই খুদে। পিতার চরিত্রে যিশু। সেই সঙ্গে অসম বয়সের প্রেম। সবটা নিয়েই TV9 বাংলার সঙ্গে জমজমাটি আড্ডায় যিশু।

আড্ডা থেকে উঠে এসেছে বেশ কিছু মজার তথ্য। যেমন যিশু সালমা হায়েক ও মনিকা বেলুচিকে ভালবাসেন। তাঁদের সঙ্গে দেখা হলে কী করবেন অভিনেতা জানিয়েছেন নিজের মুখেই। সটান প্রেম প্রস্তাব দেবেন যিশু। এমনিতে, মহিলাদের প্রেম প্রস্তাব পেতে পছন্দই করেন অভিনেতা। কিন্তু দুই কন্যার বাবা ও নীলাঞ্জনার স্বামী ফিরিয়ে দেন সেই সবই। তবে মনিকা ও সালমা ‘ফিরে দেওয়ার’ তালিকা থেকে বাদ।

যিশুর ঘরে আজও রাখার আছে মন খারাপের কর্নার। সেখানে সাজিয়ে রাখা ঋতুপর্ণ ঘোষের দেওয়া কিছু উপহার। প্যানচটে করে ডাকতে হলে প্রিয় ঋতুদাকেই (প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষ) ডাকবেন যিশু। আক্ষেপ এটাই, ঋতুপর্ণ তাঁর আগামী কাজ দেখে যেতে পারলেন না। সেটা হলে খুবই খুশি হতেন যিশু। বাবা-মাকেও যিশু প্ল্যানচেটে ডাকতে চান। মানুষকে দুঃখ দিতে ভয় পান অভিনেতা। কাউকে এড়াতে হলে একেবারে চুপ করে যান। দুঃখ পেলে নিজেকে গুটিয়ে ফেলেন।

‘পোস্ত’ ছবির পর যিশু ফের উইন্ডোজ়ের সঙ্গে কাজ করলেন। নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন অরিত্র মুখোপাধ্যায়। যিশুর সঙ্গে ছবিতে অভিনয় করেছেন শোলাঙ্কি রায় ও গৌরব চট্টোপাধ্যায়।

TV9 বাংলার সঙ্গে যিশু সেনগুপ্তর একান্ত সাক্ষাৎকার দেখুন ভিডিয়োতে:

আরও পড়ুন: World Cancer Day-Aindrila Sharma-Sabyasachi Chowdhury: ‘আমার যখন চুল উঠে টাক হয়েছিল, সব্যসাচী সেই টাকেই চুমু খেত…’