Sushmita-Lalit: ‘মেয়েটা ওরকম নয়, বিয়ে করতে চাইত, পরিবার চাইত ভীষণরকম’, TV9 বাংলাকে বলেছেন সুস্মিতার এই বন্ধু
Sushmita-Lalit: সুস্মিতা কি সত্যিই বিয়ে বিরোধী নাকি জীবনে মনের মতো প্রেমিক পাননি বলেই বিয়েটা করতে পারেননি? এর উত্তর দিয়েছেন সুস্মিতার এই বন্ধুই।
অনেকেরই ধারণা মিস ইউনিভার্স সুস্মিতা সেন বিয়ের নামের প্রাতিষ্ঠানিক বন্দোবস্তের বিরুদ্ধে। বরাবরই নিজের মতো করে জীবন কাটিয়েছেন। বরাবরই নিজের শর্তে চলেছেন। কারও ধারই ধারেননি অভিনেত্রী। তাঁকে দাবিয়ে রাখা একপ্রকার অকল্পনীয় বিষয় ছিল প্রেমিকদের কাছে। জীবনের প্রচুর প্রেম করেছেন। একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। চিরকালই সোল মেটের সন্ধানে ছিলেন। কিন্তু বিয়ে করেননি কাউকে। তিনি কি সত্যিই বিয়ে বিরোধী নাকি জীবনে মনের মতো প্রেমিক পাননি বলেই বিয়েটা করতে পারেননি? এর উত্তর দিয়েছেন সুস্মিতার ২ দশকের পুরনো বন্ধু পরিচালক রামকমল মুখোপাধ্যায়।
TV9 বাংলাকে রামকমল বলেছেন, “আমি ললিত মোদীকে চিনি না। তিনি টুইট করে কী লিখেছেন সেটা নিয়ে আমি কিছুই বলতে চাই না। আমি কেবলই সুস্মিতাকে নিয়ে কথা বলতে আগ্রহী। এটুকু বলতে পারি, সুস্মিতা কিন্তু সেই অর্থে বিয়ে বিরোধী নন। ও বিয়ে করতে চাইত। সবসময় পরিবার চাইত। এমন কাউকে ও চাইত যে ওকে নিঃস্বার্থভাবে ভালবাসবে।”
তা হলে সেই ব্যক্তিই কি ললিত মোদী? রামকমল হেসে বলেছেন, “এটা কিন্তু সত্যিই আমি জানি না।” একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেও সুস্মিতাকে শুভেচ্ছা জানিয়েছেন রামকমল। সেই পোস্টে রাম কমল লিখেছেন,
“কিছু বিষয়ে সুস্মিতা খুবই অনিশ্চিত। ও উষ্ণ মানুষ। নিজের জীবনের শো-স্টপার। আমি চাই ও জীবনে সঠিক সঙ্গীকে খুঁজে পাক। আমি ললিত মোদীকে চিনি না। আমি তাঁকে চিন্তেও চাই না। কারণ, আমার জন্য সুস্মিতার খুশিটাই সবার আগে। আমার বন্ধু সুস্মিতা দারুণ মানুষ। জীবনে কোনও পুরুষকেই ওঁর জীবনের সিদ্ধান্ত নিতে দেয়নি। দু’দশক ধরে আমরা খুব ভাল বন্ধু। আমাদের রোজ দেখা হয় না। কিন্তু যখন হয়, আমরা সেলিব্রেট করি।”
View this post on Instagram
সুস্মিতা সেন মিস ইউনিভার্স হয়েছেন ১৯৯৪ সালে। একাধিক সম্পর্কে জড়ালেও কাউকেই তিনি বিয়ে করেননি। ২০১৮ সালে রোহম শলের সঙ্গে সম্পর্ক তৈরি হয় সুস্মিতার। সম্পর্ক ভাঙে গত বছর। বন্ধুত্বের মিষ্টত্ব বজায় রেখেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন সুস্মিতা। অনেকেরই বক্তব্য ছিল, তা হলে কি আবার একা হয়ে গেলেন বঙ্গ সুন্দরী? নাকি তিনি নতুন কাউকে জীবনে পেয়েছেন। এতদিন চুপচাপই ছিল বিষয়টা। কিন্তু ১৪ জুলাই, সন্ধ্যায় গোটা বিশ্বকে চমকে দিয়েছে ললিত মোদীর এই দুটি টুইট।
প্রেমের কথা প্রকাশ করে তাঁর প্রথম টুইটে ললিত লিখেছিলেন, “পরিবারের সঙ্গে মালদ্বীপ, সার্ডিনিয়া ঘুরে গ্লোবাল ট্যুর করে লন্ডনে ফিরেছি। আমার ‘বেটার হাফ’ সুস্মিতা সেনও রয়েছেন। নতুন শুরু হল। শেষমেশ নতুন জীবন শুরু করলাম। মনে হচ্ছে চাঁদে চলে গিয়েছি।”
ললিত মোদীর টুইট হইচই ফেলে দেয় মুহূর্তেই। চমকেছেন সুস্মিতার অগুনতি অনুরাগীকুল, এমনকী ক্রিকেটানুরাগীরাও। এতদিন বিয়ে করেননি যে মিস ইউনিভার্স, তাঁর বিয়ের খবর কি না এত আচমকা এল! বিশ্বাসই করতে পারছেন না অনেকে। আসলে ললিত যে লিখেছেন ‘বেটার হাফ’ কথাটা। আসলে বিবাহিত স্ত্রীকেই প্রকাশ্যে বেটার হাফ বলেন দম্পতিরা। সেই সঙ্গে পোস্ট করেছেন একাধিক ভালবাসা ও চুম্বনের স্মাইলি।
এর পর দ্বিতীয় পোস্টটি করেন ললিত। সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন, “আপনাদের বোঝার জন্য এই টুইট করছি। আমরা বিয়ে করিনি। কেবল একে-অন্যকে ডেট করছি। আমাদের একদিন বিয়েটাও হয়ে যাবে।” সুস্মিতা সেন বিয়ে করবেন ললিত মোদীকে। এই খবরেও হিল্লোল তুলেছে তাঁর অনুরাগীদের মনে। দ্বিতীয় টুইটে সুস্মিতাকে বিয়ে করার স্পষ্ট আভাস দিয়েছেন ললিত।
অতীতে টুইঙ্কল খান্নার টক শোয়ে এসে সুস্মিতা একসময় বলেছিলেন, “তিন-তিনবার বিয়ে করতে করতেও করিনি। বরাবরই পুরুষরা আমাকে হতাশ করেছেন।” সত্যি বলতে গেলে, সুস্মিতাকে বিয়ে করার কথাও কেউ প্রকাশ্যে জানাননি। ললিতই প্রেমিকদের মধ্যে প্রথম যিনি সরাসরি তাঁকে বিয়ে করবেন বলে পোস্টও করে দিয়েছেন।