Raj-Subhashree: একেবারেই ছকভাঙা, মেয়ের কী নাম রাখলেন শুভশ্রী-রাজ?
Raj-Subhashree: ভেবেই রেখেছিলেন নাম, সে আন্দাজ করাই যায়। তাই মেয়ে যেদিন জন্ম নিল সেই দিনই একেবারেই আলাদা, ছকভাঙা এক নাম রাখলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দাদা ইউভানের মতোই 'রাজশ্রী'র দ্বিতীয় সন্তানের নামও একেবারেই আলাদা। মেয়ের কী নাম রাখলেন জানেন ওঁরা?
ভেবেই রেখেছিলেন নাম, সে আন্দাজ করাই যায়। তাই মেয়ে যেদিন জন্ম নিল সেই দিনই একেবারেই আলাদা, ছকভাঙা এক নাম রাখলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দাদা ইউভানের মতোই ‘রাজশ্রী’র দ্বিতীয় সন্তানের নামও একেবারেই আলাদা। মেয়ের কী নাম রাখলেন জানেন ওঁরা? নাম রাখলেন– ইয়ালিনী– ইংরেজি Yaalini Chakraborty… । কী মানে এই ইয়ালিনীর? ইয়ালিনী আদপে মা সরস্বতীর আর এক নাম। এ ছাড়াও এর আরও এক অর্থ রয়েছে। ইয়ালিনীর শব্দের অর্থ সংগীত সুর। মেয়ে চেয়েছিলেন শুভশ্রী। আগে থেকে যে নামও ভাবা হয়ে গিয়েছিল, এই নাম সে ইঙ্গিতই দিচ্ছে। প্রসঙ্গত, ইউভান অর্থাৎ শুভশ্রী-রাজের বড় ছেলের নামও কিন্তু বেশ অজানা। ইউভান হল মহাদেবের অপর নাম। দুই সন্তানের নামেই রয়েছেন ঈশ্বর। তাঁদের ভাল হোক, এমনটাই কামনা সকলের।
২০২০ সালে তখন ভরা লকডাউন। জন্ম হয়েছিল শুভশ্রী-রাজের প্রথম সন্তান ইউভানের। দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা প্রথম থেকেই ছিল তাঁদের। দু’জনে চেয়েছিলেন ইউভানের যেন এক খেলার সঙ্গী আসে। অবশেষে ইউভানের জন্মের তিন বছর পর আগমন হল ইয়ালিনীর। খেলার সঙ্গী পেল সে।
দ্বিতীয় সন্তান প্রসঙ্গে টিভিনাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন রাজ। তিনি বলেন, ” সবটাই পরিকল্পিত। আমি-শুভ ঠিকই করেছিলাম ইউভানের তিন বছর হতেই ওর একজন খেলার সঙ্গী নিয়ে আসতে হবে। সেই মতোই সবটা হচ্ছে। যদি কেউ ভাবে আনপ্ল্যান্ড তা কিন্তু একেবারেই নয়।” আপাতত তন থেকে চার হলেন ওঁরা। ওঁদের জন্য রইল আগাম শুভেচ্ছা।
View this post on Instagram