AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vikram Chatterjee: ‘যৌনপল্লি’তে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়, সঙ্গে কোন টলি-অভিনেত্রী?

Vikram Chatterjee on New Work: এমনিতেই এই ছবির নায়িকার বদল ঘটতে-ঘটতে এখন শেষমেশ দর্শনা বণিক, মধুরিমা সরকারের সঙ্গে বিক্রমের শুটিংয়ের খবর পাকা হয়েছে। তবে এখন নতুন খবর হল এই ছবির একটি গুরুত্বপূর্ণ অংশের শুটিং হয়ে গেল কলকাতার মধ্যেই—একটি যৌনপল্লির সেট তৈরি করে। ছবির গল্পের প্রধান চরিত্র বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে এই সেটে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী মৌমিতা পণ্ডিতকে। ছবির এই দৃশ্যে মৌমিতা পণ্ডিতকে যৌনপল্লির একজন আশ্রিতা হিসেবেই দেখা যাচ্ছে।

Vikram Chatterjee: ‘যৌনপল্লি’তে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়, সঙ্গে কোন টলি-অভিনেত্রী?
বিক্রম চট্টোপাধ্যায়।
| Edited By: | Updated on: Dec 04, 2023 | 10:42 PM
Share

বিক্রম চট্টোপাধ্যায় একের পর এক ছবির শুটিং নিয়ে ব্যস্ত। কিছুদিন আগেই অরুণাচল প্রদেশে দর্শনা বণিক ও অরুণিমা ঘোষের সঙ্গে শুটিং সেরে ফিরেছেন। অভিনেতার স্যোশাল মিডিয়া থেকেই সেই খবর জানা গিয়েছে। পরিচালক শিলাদিত্য মৌলিক পরিচালিত সেই ছবির ‘কে প্রথম কাছে এসেছি’, এই খবর এখন পুরনো।

এমনিতেই এই ছবির নায়িকার বদল ঘটতে-ঘটতে এখন শেষমেশ দর্শনা বণিক, মধুমিতা সরকারের সঙ্গে বিক্রমের শুটিংয়ের খবর পাকা হয়েছে। তবে এখন নতুন খবর হল এই ছবির একটি গুরুত্বপূর্ণ অংশের শুটিং হয়ে গেল কলকাতার মধ্যেই—একটি যৌনপল্লির সেট তৈরি করে। ছবির গল্পের প্রধান চরিত্র বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে এই সেটে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রী মৌমিতা পণ্ডিতকে। ছবির এই দৃশ্যে মৌমিতা পণ্ডিতকে যৌনপল্লির একজন আশ্রিতা হিসেবেই দেখা যাচ্ছে।

মৌমিতাকে এর আগে ‘একটু সরে বসুন’-সহ বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে। তাহলে কি আবার বিক্রমের অভিনেত্রী পরিবর্তন হল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল, এই ছবির গল্পে বিক্রম চট্টোপাধ্যায় যে চরিত্রে অভিনয় করছেন, সেই চরিত্রটি একজন পরোপকারি মানুষের। সকলের ক্রাইসিসে তিনি সব সময় সঙ্গে থাকেন। এবং কলকাতার সঙ্গে অরুণাচল প্রদেশের পাহাড়েরও এক নিবিড় সম্পর্ক রয়েছে এই ছবির গল্পে। এই ছবির গল্পে কে, কাকে খুঁজছে, সেটাই একটি রহস্য। দর্শনা, মধুমিতা ও মৌমিতার সঙ্গে কী সম্পর্ক রয়েছে বিক্রমের, সেটা জানতে অবশ্যই আর কিছুদিনের অপেক্ষা করতে হবে। এই ছবির শুটিংয়ের কাজ শেষ হয়েছে। এখন চলছে ডাবিং-এর কাজ। সব ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে এই ছবি মুক্তির কথা। মূলত সরস্বতী পুজোর সময় মুক্তি পেতে পারে ‘কে প্রথম কাছে এসেছি’ ছবি।

বড়দিনের বড় ছুটিকে কেন্দ্র করে বেশ কিছু বাংলা ছবির মুক্তি ভিড় জমিয়ে রেখেছে। এর পরই সবস্বতী পুজোর ছুটিতে নতুন ছবি মুক্তির জন্য আদর্শ সময়। প্রসঙ্গত ‘কুলের আচার’-এর পর আবার একসঙ্গে দেখা যাবে বিক্রম-মধুমিতাকে। তেমনই আবার দর্শনা বণিক ও মৌমিতা পণ্ডিতকেও দেখা যাবে প্রথমবার। দর্শকরা এই ছবি কেমন পছন্দ করেন, সেটাই এখন দেখার।