Bonny-Kuntal: কুন্তলের টাকায় কেনা বনির সেই ‘ল্যান্ড রোভার’ গাড়ি এখন কোথায়?

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Updated on: Mar 16, 2023 | 9:10 PM

Bonny-Kuntal: অবশেষে খোঁজ মিলল বনি সেনগুপ্তের রহস্যময় সেই বিলাসবহুল গাড়ির। যে গাড়ি কিনতে কুন্তলের দেওয়া অর্থ বিনিয়োগ করেছিলেন বলে ইডির সামনের দাবি করেন অভিনেতা।

Bonny-Kuntal: কুন্তলের টাকায় কেনা বনির সেই 'ল্যান্ড রোভার' গাড়ি এখন কোথায়?
গাড়ির খোঁজ মিলল কোথায়?

অবশেষে খোঁজ মিলল বনি সেনগুপ্তের রহস্যময় সেই বিলাসবহুল গাড়ির। যে গাড়ি কিনতে কুন্তলের দেওয়া অর্থ বিনিয়োগ করেছিলেন বলে ইডির সামনের দাবি করেন অভিনেতা। ডিসকোভারি ল্যান্ড রোভার ওই গাড়িটি পাওয়া গেল নিউটনের অভিজাত আবাসন উত্তরার তৃতীয়ায়। এই মুহূর্তে ওই গাড়ির মালিক শৌভিক মুখোপাধ্যায় নামক এক ব্যক্তি। ওই অভিজাত আবাসনটি টাওয়ার ওয়ানের ১০৪ নম্বর ফ্ল্যাটে থাকেন তিনি। যদিও এই মুহূর্তে তিনি সেখানে নেই। নিরাপত্তারক্ষী জানান, বাবার অসুস্থতার কারণেই শৌভিক বাবু এই মুহূর্তে বাড়ি নেই। প্রসঙ্গত, দিন কয়েক আগেই ইডির তরফে বনিকে ডেকে পাঠানো হয়। জানা যায়, বনির গাড়ির অ্যাকাউন্টে প্রায় ৪০ লক্ষ টাকা দিয়েছিলেন কুন্তল। ইডির জিজ্ঞাসাবাদে বনি দাবি করেন, দুটি ছবির জন্য তাঁকে টাকা পাঠান কুন্তল। যদিও সেই ছবি দু’টি আর হয়নি। ওই টাকা দিয়েই গাড়িটি কিনেছিলেন বনি। ঘটনাটি ২০১৭ সালের। যদিও ২০২২-এর ডিসেম্বরে আচমকাই গাড়িটি বিক্রি করে দেন তিনি, কিন্তু কেন? উঠেছে সেই প্রশ্নও।

আগামী মঙ্গলবার ফের তলব করা হয়েছে অভিনেতাকে। গাড়ির নথি ও ব্যাঙ্কের নথি নিয়ে যেতে বলা হয়েছে অভিনেতাকে।এরই মধ্যে সামনে আসছে টলিপাড়ার আরও কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর কথা। বনিকে তলব করার পরই অভিনেতার মা দাবি করেছেন, শুধু বনি নয়, অনেক অভিনেতা-অভিনেত্রীর সঙ্গেই ওঠাবসা ছিল কুন্তলের। আস্তে আস্তে সব নাম সামনে আসবে বলে উল্লেখ করেন তিনি। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষ ঘনিষ্ঠ আরও ৬ অভিনেতা-অভিনেত্রীকে খুব শীঘ্রই তলব করতে চলেছে ইডি।

এই খবরটিও পড়ুন

তদন্তকারীরা জানতে পেরেছেন হুগলির তৃণমূল নেতা কুন্তল ঘোষের একগুচ্ছ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল। আর সে সব অ্যাকাউন্ট থেকে কাদের সঙ্গে লেনদেন হয়েছে, তা খুঁজতে গিয়েই একের পর এক নাম উঠে আসছে ইডি আধিকারিকদের হাতে। ওই ৬ অভিনেতা-অভিনেত্রীর অ্যাকাউন্টেও কুন্তলের টাকা গিয়েছিল বলে সূত্রের খবর। মঙ্গলবার জিজ্ঞাসাবাদে কী বলেন বনি, সেদিকেই নজর সকলের।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla