ছেলের নাম দিয়েছেন ‘ঈশান’। নুসরতে জাহানের ছেলে। বৃহস্পতিবার জন্মেছে সে। মেঘলা দুপুরে একরাশ আনন্দ নিয়ে এসেছে। ছোট্ট প্রাণ। সবে পৃথিবীর আলো দেখেছে ঈশান। কিন্তু তাঁকে নিয়ে জল্পনা কাটছে না। নেটিজেনদের প্রশ্ন, কে তাঁরা বাবা?
একদিন হঠাৎই জানা যায়, বসিরহাটের তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান অন্তঃসত্ত্বা। তার আগে অবশ্য ‘স্বামী’ নিখিলের সঙ্গে তাঁরা ছাড়াছাড়ির খবর তোলপাড় ফেলে দেয়। শোনা যায়, যশ দাশগুপ্তর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জনের কথাও। নিখিল আগেই জানিয়ে দিয়েছিলেন বাচ্চার বাবা তিনি নন।
বৃহস্পতিবার, ২৬ অগস্ট, মাদার টেরেসার জন্মদিনের দিনই, পার্কস্ট্রি টের একটি নামকরা ম্যাটারনিটি হাসপাতালে জন্ম নেয় নুসরতের ছোট্ট পুত্র। ফুটফুটে সন্তানের নাম বড় আদর করে ‘ঈশান’ রেখেছেন নুসরত। যাঁর ইংরেজি বানান ‘Yishaan’। যশের (Yash) নামের সঙ্গে নাম মিলিয়ে কি এই নামকরণ? তা হলে কি যশই সন্তানের পিতা? কৌতূহলীদের নিশানা আরও জোড়ালো হচ্ছে। যতই যাই হোক, সে সদ্য পৃথিবীতে এসেছে। তাঁকে আশীর্বাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মিমি চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়রা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন ঈশানের জন্মের পরপরই।
তাঁর গোটা প্রেগন্যান্সির সময় আপনজন হিসেবে নুসরত কাছে পেয়েছেন যশকেই। তাঁরই বাড়িতে নাকি থাকতেন নুসরত। ইঙ্গিত মিলেছে তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্টেই। দু’জনে একসঙ্গে খেতে যেতেন। নুসরত ও যশকে একসঙ্গে দেখাও গিয়েছিল কিছুদিন আগে। পার্কস্ট্রিটেরই একটি বিখ্যাত বেকারিতে খেতে গিয়েছিলেন। সেই প্রথম হাতে হাত ধরে মেঘলা দুপুরে ‘বেবি বাম্প’ নিয়ে প্রকাশ্যে এসেছিলেন নুসরত। TV9 বাংলার ক্যামেরায় সেই এক্সক্লুসিভ ছবি ধরা পড়েছিল। তারপর আরও কয়েকবার খেতে গিয়েছিলেন দু’জনে।
নুসরতের ডেলিভারি হওয়ার সময় সারাক্ষণ যশ তাঁর সঙ্গে হাসপাতালে ছিলেন। তাঁকে তিনিই গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিলেন হাসপাতালে। সন্তান জন্মানোর পর যশই প্রথম জানিয়েছিলেন, নুসরত ও সদ্যজাত ভাল আছে। এসবের মাঝে নুসরতকে অভিনন্দন জানাতে পিছপা হননি নিখিল জৈন। বাচ্চাকে তিনি দেখতে যাবেন না বলেছেন ঠিকই, কিন্তু ছোট্ট ঈশানের মঙ্গল কামনা করেছেন নুসরতের ‘লিভ ইন স্বামী’।
আরও পড়ুন: সদ্যোজাতকে দেখতে যাব না, তবে মন থেকে চাইছি নুসরতের সন্তান ভাল থাকুক: নিখিল জৈন
আরও পড়ুন: Nusrat Jahan : পুত্র সন্তানের মা হলেন নুসরত, বিশেষ মুহূর্তে কী বললেন যশ?