Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rachana Banerjee: ‘না, টিভিতে আমি মুখ দেখাবন না’, একটা সময় কেন এই সিদ্ধান্তে স্থির ছিলেন রচনা

Rachana Banerjee: বর্তমানে এই ভেদ বিলুপ্ত হলেও আজ থেকে ১৩ বছর আগে এই পরিস্থিতি রচনা বন্দ্যোপাধ্যায়কে বেশ ভাবিয়েছিল। সাল ২০১০, জি বাংলা থেকে তিনি প্রথম প্রস্তাব পেয়েছিলেন ডান্স বাংলা ডান্স রিয়্যালিটি শো এর বিচারক হওয়ার।

Rachana Banerjee: 'না, টিভিতে আমি মুখ দেখাবন না', একটা সময় কেন এই সিদ্ধান্তে স্থির ছিলেন রচনা
Follow Us:
| Edited By: | Updated on: Oct 14, 2023 | 9:15 AM

রচনা বন্দ্যোপাধ্যায়, টলিউড থেকে বলিউড একটা সময় যিনি দাপিয়ে কাজ করছেন, অমিতাভ বচ্চনের সেই অভিনেত্রী ছোট পর্দায় কাজ করতে খুব একটা উৎসাহী ছিলেন না। একাধিকবার ছোট পর্দা থেকে নানান কাজের প্রস্তাব পেয়েছিলেন। ডাক পেয়েছিলেন বিভিন্ন রিয়্যালিটি শো-এর মঞ্চ থেকে। কিন্তু কোথাও গিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়ের মনে হতো বড় পর্দার অভিনেত্রীরা ছোট পর্দায় এত সহজে বোধ হয় আসতে পারেন না। বর্তমানে এই ভেদ বিলুপ্ত হলেও আজ থেকে ১৩ বছর আগে এই পরিস্থিতি রচনা বন্দ্যোপাধ্যায়কে বেশ ভাবিয়েছিল। সাল ২০১০, জি বাংলা থেকে তিনি প্রথম প্রস্তাব পেয়েছিলেন ডান্স বাংলা ডান্স রিয়্যালিটি শো এর বিচারক হওয়ার।

প্রাথমিকভাবে তিনি এই শো করবেন না বলেই জানিয়েছিলেন। পরবর্তীতে মিঠুন চক্রবর্তীর উপস্থিতি দেখে তিনি স্থির করেন– তিনি তো অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, এই মর্মে তো বিচারক হিসেবে যাচ্ছেন, যাওয়া যেতেই পারে। তাতে খুব একটা ক্ষতি নেই। কিন্তু ছমাসে মাথায় যখন রিয়্যালিটি শো শেষ হয়ে যায় জি তখন রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব নিয়ে যায় দিদি নম্বর ওয়ান রিয়ালিটি শোয়ের। প্রাথমিকভাবে যে শো করতে তিনি বিন্দুমাত্র ইচ্ছুক ছিলেন না। একাধিক সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়ের সেই মুহূর্তে তাঁর জড়তা নিয়ে মুখ খুলে ছিলেন।

জানিয়েছিলেন কিছুতেই তিনি নিজের মনকে বুঝে উঠতে পারছিলেন না। যদিও জি বাংলার অনুরোধে তিনি একপ্রকার বাধ্য হয়েছিলেন এই প্রস্তাব গ্রহণ করতে। সেই থেকে তাঁর দিদি নাম্বার ওয়ান রিয়্যালিটি শো এর সফর শুরু। এরপর অনেকেই এসেছেন কিন্তু দর্শক রচনার মতো আর কাউকেই গ্রহণ করেননি। বর্তমানে এই রিয়্যালিটি শো রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে গর্ব। গোটা বাংলা এমনকি বাংলার বাইরে ও অধিকাংশ মহিলা চান একবার রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই রিয়্যালিটি শো খেলতে। কেবল খেলা ও পুরস্কার জেতাই নয় রচনা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহার ও তাঁর সকলের দুঃখ-কষ্ট ভাগ করে নেওয়ার প্রচেষ্টাতে বারবার মন দিয়েছেন দর্শকেরা। আর তার জেরেই দীর্ঘ ১৩ বছর ধরে রমরমিয়ে চলছে এই রিয়ালিটি শো কেবল রচনা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে।