গত বছর অগস্ট মাসের ২৬ তারিখ, মাদার টেরেসার (Mother Teresa) জন্মদিনে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয় ঈশানের। ঈশান হল বসিরহাটের তৃণমূল সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan) ও অভিনেতা যশ দাশগুপ্তর (Yash Dasgupta) পুত্র। ছোট্টটির জন্মের পর থেকেই পাল্টে গিয়েছে ‘লাভ বার্ডস’ যশ-নুসরতের জীবন। তবে ব্যস্ত অভিনেতা-অভিনেত্রী নিজেদের কাজের ফাঁকেই সময় বের করে নিয়ে ঈশানের দেখভাল করেন। তাঁকে সময় দেন দু’জনেই। বাবা হিসেবে যশকে অনেকটাই এগিয়ে রেখেছেন নুসরত। TV9 বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে তেমনটাই বলেছিলেন নুসরত। তিনি বলেছিলেন, বাবা হিসেবে যশকে ১০-এ তাঁকে ১১ দেবেন। নুসরতের এই মন্তব্য এটাই প্রমাণ করেছিলেন বাবা হিসেবে অনেকটাই দায়িত্ব পালন করেন যশ। এবং সেটা নিয়ে নুসরত বেশ খুশি। সম্প্রতি দাদাগিরিতে এসেছিলেন যশ-নুসরত। শোয়ের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তাঁরা। ঈশানকে নিয়েও প্রশ্ন করেন দাদা।
দাদা সৌরভ জানতে চেয়েছিলেন বাড়িতে যে ছোট্ট মানুষটি আছে, ঈশান, সে নিশ্চয়ই রাতভর জাগিয়ে রাখে তাঁদের। উত্তরে নুসরত বলেছিলেন, যশ নাকি ঈশানকে দারুণভাবে স্লিপ ট্রেন করেছেন। এমন একটি টিপস তিনি এদিন দিয়েছেন, যাতে বাচ্চাও রাতে ঘুমবে, বাবা-মাকেও সে জাগিয়ে রাখবে না।
শুরুর দিকে দু’ঘণ্টা অন্তর-অন্তর জেগে উঠত ঈশান। এখন সে রাতে মোটের উপর ৮ ঘণ্টা ঘুমোয়। কীভাবে? যশ টিপস দিয়েছেন, “প্রথম যখন ওর জন্ম হয়েছিল অতটা বুঝতে পারতাম না। দু-ঘণ্টার মধ্যে উঠে যেত। আস্তে-আস্তে যেটা দেখলাম, ও ঘুমচ্ছে, কিন্তু আমরা আর ঘুমতে পারছি না। আমি একটা খারাপ পদ্ধতি বের করেছিলাম। নুসরতকে বলেছিলাম, আমি এটা করব, তুমি রাগ কোরো না। সেটা হল, ঈশানকে আমরা জোর করে জাগিয়ে রাখি। যাতে আমরা ঘুমনোর সময়তেই ও ঘুমোয়। ৬-৭দিন অসুবিধে হয়েছিল। কিন্তু এখন সেটা ঈশানের ধাতস্থ হয়ে গেছে।”
ছোট্ট ছেলে ঈশানকে নিয়ে বেশ ভালই জীবন কেটে যাচ্ছে যশ-নুসরতের। কাজের ফাঁকে দু’জনেই অভিভাবকত্ব পালন করছেন।
আরও পড়ুন: Tathagata-Debleena: ‘বন্ধুত্বের একটা মানে হোক’, প্রাক্তন স্ত্রী দেবলীনার জন্মদিনে বললেন তথাগত