Yash Dasgupta: ‘তুমি কি একা? তবে আমি অপেক্ষায়’, কার উদ্দেশে লিখলেন যশ?
Viral Post: এখন টলিপাড়ায় চুটিয়ে কাছ করছেন জুটি। সম্প্রতি বলিউডেও ডেবিউ হয়ে গিয়েছে যশের। অন্যদিকে নুসরতের আগামী ছবির খবরের অপেক্ষায় দিন গুনছে ভক্তরা।
অভিনেতা যশ ও অভিনেত্রী নুসরত জাহানের প্রেমকাহিনি টলিপাড়ায় সর্বাধিক চর্চিত। ছবির সেট থেকেই প্রথম কাছাকাছি আসা। বিবাহিত নুসরতের প্রেম পেয়েছিল পরকীয়ার তকমাও। এরপর একে একে নানা বিতর্কে জড়ালেও একে অপরের হাত তাঁরা কখনও ছাড়েননি। প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে সকল চর্চাকে এড়িয়ে গিয়েছেন একটা সময়। না কেবল বিয়ে ভেঙে সম্পর্কে আসা নয়, সঙ্গে খবর ছড়িয়ে পড়ে নুসরত জাহান অন্তঃসত্ত্বা। তা নিয়েও শুরু হয়ে যায় নানান জল্পনা। কটাক্ষের শিকার হতে হয় তাঁদের বারে বারে। যদিও সম্পর্কের মাঝে আসতে থাকা ঝড় কীভাবে সামাল দিতে হয়, তা তাঁদের খুব ভাল করেই জানা। তবেই তো সকলের সামনেই তাঁরা একসঙ্গে সংসার করে প্রমাণ করে দিলেন, মনের মানুষকে কাছে পেলে যে কোনও কঠিন পরিস্থিতিই অনায়াসে পেরিয়ে যাওয়া যায়।
সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তাঁরা। তাই তাঁদের পোস্ট ও প্রেমকাহিনিকে নজরে রাখতে নিত্য ভক্তদের আনাগোনা লেগেই থাকে তাঁদের ফেসবুক-ইনস্টা পেজ়ে। কখনও হতে হয় চরম ট্রোল্ড, কখনও আবার জুটির প্রশংসায় নেটপাড়া পঞ্চমুখ। সম্প্রতি এমনই এক পোস্টে নজর কাড়লেন যশ। তবে এবার এ কী লিখলেন অভিনেতা? ‘তুমি যদি একা হও, তবে আমি তোমারই অপেক্ষায়…’ কার উদ্দেশে লিখলেন এই কথা? উত্তর খুঁজছে নেটদুনিয়া।
View this post on Instagram
কার অপেক্ষায় বসে তিনি? না, পোস্টে নেই নুসরতের সঙ্গে কোনও ছবি, কমেন্ট বক্সেও দেখা মিলল না তাঁর। তবে বোঝাই যাচ্ছে যশ তাঁর ভক্তদের উদ্দেশেই এমন পোস্টটি করলেন। যদিও নুসরতের সঙ্গে প্রেমকাহিনি একটা সময় সকলের কাছেই বেশ চর্চিত বিষয় হলেও বর্তমানে তা অতীত। এখন টলিপাড়ায় চুটিয়ে কাছ করছেন জুটি। সম্প্রতি বলিউডেও ডেবিউ হয়ে গিয়েছে যশের। অন্যদিকে নুসরতের আগামী ছবির খবরের অপেক্ষায় দিন গুনছে ভক্তরা।