সিরিয়ালে ফিরছেন তৃণা, নায়ক ইন্দ্রজিত্! কবে শুরু হবে শুটিং?
অভিনেত্রী তৃণা সাহাকে শেষ বার দর্শক দেখেছিলেন 'লভ বিয়ে আজকাল' সিরিয়ালে। তার পর সে ভাবে ছোট পর্দায় দেখা যায়নি নায়িকাকে। শোনা যাচ্ছে আবারও সিরিয়ালে ফিরছেন তৃণা। পরিচালক স্নেহাশিস চক্রবর্তীর নতুন সিরিয়ালের নায়িকা তৃণা।

অভিনেত্রী তৃণা সাহাকে শেষ বার দর্শক দেখেছিলেন ‘লভ বিয়ে আজকাল’ সিরিয়ালে। তার পর সে ভাবে ছোট পর্দায় দেখা যায়নি নায়িকাকে। শোনা যাচ্ছে আবারও সিরিয়ালে ফিরছেন তৃণা। পরিচালক স্নেহাশিস চক্রবর্তীর নতুন সিরিয়ালের নায়িকা তৃণা। মাঝে অবশ্য বড় পর্দায় অন্য ধরনের চরিত্রে নায়িকাকে দেখেছেন দর্শক। টিআরপির ওঠাপড়ার জন্য খুব অল্প সময়ের মধ্যেই ইদানীং বন্ধ হয়ে যাচ্ছে সিরিয়ালগুলি। কিন্তু তার মধ্যেও গল্পগুলির অনেক মোড় আনার চেষ্টা করছেন নির্মাতারা।
তবে হালফিলের ট্রেন্ড বলছে, পুরনো মুখই যেন তুরুপের তাস। এই যেমন কিছু দিন আগেই সিরিয়ালে ফিরেছেন অভিনেত্রী ঊষসী রায়। আবার এরই মধ্যে ঘোষণা হয়েছে যে সিরিয়ালে ফিরছেন দিতিপ্রিয়া রায় এবং জীতু কমল। আর অভিনেত্রী তৃণার ছোটপর্দায় ফেরা যেন সেই বার্তাই খানিকটা স্পষ্ট করে।
নতুন সিরিয়াল প্রসঙ্গে TV9 বাংলাকে নায়িকা বলেছেন, “আমি খুবই উত্তেজিত নতুন সিরিয়াল নিয়ে। কবে থেকে শুটিং শুরু হবে তা এখনও ঠিক হয়নি।” শোনা যাচ্ছে তৃণার বিপরীতে দেখা যাবে অভিনেতা ইন্দ্রজিত্ বসুকে। তাঁকে শেষ বার দেখা গিয়েছিল ‘সাথী’ সিরিয়ালে। এই প্রথম পর্দায় দেখা যাবে তৃণা-ইন্দ্রজিত্ জুটিকে। নেপথ্যে রয়েছে ‘ব্লু’জ প্রোডাকশন। শোনা যাচ্ছে, স্টার জলসায় দেখা যাবে এই সিরিয়াল। উল্লেখ্য, ছোট পর্দার পাশাপাশি বড় পর্দা এবং ওয়েব সিরিজেও তৃণার অভিনয় নজর কেড়েছে। অন্য দিকে প্রতীম ডি.গুপ্ত পরিচালিত ‘চালচিত্র’ ছবিতে ইন্দ্রজিতের অভিনয়ও প্রশংসিত দর্শক মহলে। এবার ছোট পর্দায় তৃণা-ইন্দ্রজিতের রসায়ন দর্শকের কতটা মন জয় করে সেটাই দেখার।





