দীপিকার পরিবর্তে ‘স্পিরিট’-এ তৃপ্তি! কত পারিশ্রমিক নিলেন?
এর আগে সন্দীপের পরিচালনায় রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তৃপ্তি। 'অ্যানিম্যাল' ছবিতে রশ্মিকা মন্দানা ছিলেন প্রধান নায়িকা। তৃপ্তি সেকেন্ড লিড করেছিলেন। তবে ছবি মুক্তির পর ক্ষীর খেয়েছিলেন তৃপ্তি। রশ্মিকার চেয়ে বেশি চর্চা হয়েছিল তৃপ্তিকে নিয়ে। তাই পরিচালক এবার তৃপ্তিকে নিয়ে এত বড় ঝুঁকি নিয়ে দ্বিধা করলেন না। বলিউডে চর্চা হল, এটাই তৃপ্তির জীবনে কোনও ছবির জন্য সর্বোচ্চ পারিশ্রমিক।

‘স্পিরিট’ নিয়ে এখন বলিউডে নিত্য আলোচনা। সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে দীপিকার মতবিরোধ হয়েছে। ছবি ছেড়ে বেরিয়ে গিয়েছেন দীপিকা। তাঁর পরিবর্তে এখন ছবিতে দেখা যাবে তৃপ্তিকে। দীপিকা এই ছবির জন্য ২০ কোটি টাকার পারিশ্রমিক চেয়েছিলেন বলে খবর ছড়িয়ে পড়েছিল। তৃপ্তি কত পাচ্ছেন এই ছবি করার জন্য? প্রযোজনা সংস্থা বা নায়িকার তরফে এই বিষয়ে কিছু ঘোষণা করা হয়নি। তবে তৃপ্তি ৬ কোটি টাকা পাচ্ছেন প্রভাসের সঙ্গে ছবিতে অভিনয় করার জন্য, সেটা শোনা যাচ্ছে।
এর আগে সন্দীপের পরিচালনায় রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তৃপ্তি। ‘অ্যানিম্যাল’ ছবিতে রশ্মিকা মন্দানা ছিলেন প্রধান নায়িকা। তৃপ্তি সেকেন্ড লিড করেছিলেন। তবে ছবি মুক্তির পর ক্ষীর খেয়েছিলেন তৃপ্তি। রশ্মিকার চেয়ে বেশি চর্চা হয়েছিল তৃপ্তিকে নিয়ে। তাই পরিচালক এবার তৃপ্তিকে নিয়ে এত বড় ঝুঁকি নিয়ে দ্বিধা করলেন না। বলিউডে চর্চা হল, এটাই তৃপ্তির জীবনে কোনও ছবির জন্য সর্বোচ্চ পারিশ্রমিক।
বলিউডে প্রথম সারির নায়িকা হওয়ার দৌড়ে এই ছবি অনেকটাই এগিয়ে দেবে তৃপ্তিকে। দীপিকা পাড়ুকোন এখন কম কাজ করছেন। আলিয়া ভাটের হাতে যদিও একটার পর একটা ভালো কাজ রয়েছে। অনুষ্কা শর্মা আর ক্যাটরিনা কাইফ কাজ কমিয়ে দিয়েছেন। কৃতি শ্যানন আর কিয়ারা আদবানি প্রথম পাঁচে থাকবেন কিনা, তা নিয়ে বলিউডে চর্চা রয়েছে। এর মধ্যে কিয়ারা আদবানি কাজ থেকে বিরতি নিচ্ছেন মা হওয়ার জন্য। সেখানে তৃপ্তির এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে গেল অনেকটা।
