অক্ষয়কে সঙ্গে নিয়ে ৫০ বোতল সুগন্ধী শুঁকলেন টুইঙ্কল খান্না, নেপথ্যে কোন কারণ?
টুইঙ্কল নিজের তৈরি করা সেই বিশেষ পারফিউমটির নাম রেখেছেন ‘বার্থডে নোট’। টুইঙ্কলের কথায়, “সুগন্ধি সবসময় স্মৃতি বহন করে। এই বার্থডে নোটটি আমার সঙ্গে থাকবে বিমানবন্দরে, পুরনো সোয়েটারে এবং সেই দিনগুলোতে যখন আমি মারাকাসের এই জন্মদিনটির কথা মনে করতে চাইব।”

কেক কাটা কিংবা মোমবাতি নেভানোর প্রথাগত উদযাপন নয়, বরং মরক্কোর মারাকাসে সুগন্ধির মায়াবী জগতে হারিয়ে গিয়ে নিজের ৫২তম জন্মদিন পালন করলেন টুইঙ্কল খান্না। স্বামী অক্ষয় কুমার এবং দুই সন্তান আরভ ও নিতারাকে সঙ্গে নিয়ে এই বিশেষ দিনটিকে এক নতুন অভিজ্ঞতায় বদলে নিলেন টুইঙ্কল।
সুগন্ধির সংগ্রহশালায় জন্মদিন ২৯ ডিসেম্বর ছিল টুইঙ্কলের জন্মদিন। এ বছর কোনো জাঁকজমকপূর্ণ পার্টির বদলে তিনি বেছে নিয়েছিলেন ‘মিউজে দ্য পারফিউম’ (Musée du Parfum)। মরক্কোর ঐতিহ্যবাহী সুগন্ধি এবং অ্যারোমাথেরাপির জন্য বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে এই মিউজিয়ামটির। সেখানেই পরিবারের সঙ্গে সময় কাটান তিনি। টুইঙ্কল রসিকতা করে বলেন, “এ বছর মোমবাতি নেভানোর বদলে আমার জন্মদিনের পুরো সময়টাই কাটল নানা কিছু শুঁকে!”
সোশাল মিডিয়ায় টুইঙ্কল জানান, এই সংগ্রহশালায় ভেটিভার, ক্যারামেল, ওউড এবং অ্যাম্বারের মতো ৫০টিরও বেশি সুগন্ধি তেলের কাচের বোতলের স্বাদ নিয়েছেন তাঁরা। তবে চমক ছিল অন্য জায়গায়। পরিবারের প্রত্যেকেই তাঁদের পছন্দের নির্যাস মিশিয়ে তৈরি করেছেন নিজস্ব একটি সুগন্ধি। টুইঙ্কল নিজের তৈরি করা সেই বিশেষ পারফিউমটির নাম রেখেছেন ‘বার্থডে নোট’। টুইঙ্কলের কথায়, “সুগন্ধি সবসময় স্মৃতি বহন করে। এই বার্থডে নোটটি আমার সঙ্গে থাকবে বিমানবন্দরে, পুরনো সোয়েটারে এবং সেই দিনগুলোতে যখন আমি মারাকাসের এই জন্মদিনটির কথা মনে করতে চাইব।”

সাফল্যের দীর্ঘ পথচলা ২০০১ সালের জানুয়ারিতে অক্ষয় কুমারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন টুইঙ্কল। বলিউডের অন্যতম স্থিতিশীল দম্পতি হিসেবে পরিচিত তাঁরা। অভিনয় জগত থেকে বিদায় নিলেও ২০১৫ সালে ‘মিসেস ফানিবোনস’ বইটির মাধ্যমে লেখিকা হিসেবে নিজের এক নতুন পরিচয় গড়ে তুলেছেন তিনি। তাঁর প্রতিটি বই-ই পাঠকমহলে বেশ জনপ্রিয়।
অন্যদিকে, অক্ষয় কুমারও বর্তমানে ব্যস্ত তাঁর আগামী কাজগুলো নিয়ে। প্রিয়দর্শনের পরিচালনায় ‘ভূত বাংলা’ ছবিতে তাঁকে দেখা যাবে তাবু এবং পরেশ রাওয়ালের সঙ্গে। এছাড়াও ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘হায়ওয়ান’ এবং বহু প্রতীক্ষিত ‘হেরা ফেরি ৩’ নিয়ে বড় পর্দায় ফেরার অপেক্ষায় রয়েছেন খিলাড়ি কুমার।
