‘রাত গয়ি বাত গয়ি…!’ পরকীয়া নিয়ে মুখ খুললেন টুইঙ্কল খান্না
সম্পর্ক নিয়েও টুইঙ্কলের ভাবনা চিন্তা একেবারেই সাধারণ সমীকরণ থেকে বাইরে। সেই টুইঙ্কলই সম্প্রতি পরকীয়ার ব্যাপারে এমন এক উক্তি করে বসলেন, যা শুনে রীতিমতো বিতর্কের ঝড় বইল। সোশাল মিডিয়ার একাংশ তো টুইঙ্কলকে তুলোধনা করল কথায় কথায়। তবে সেই বিতর্কতে ইতি দিতে এবার মাঠে নামলেন টুইঙ্কল নিজেই।

টুইঙ্কলের স্পষ্ট কথায় কষ্ট নেই। একেবারে বিন্দাস। মনে যা আসে, ফস করে বলে ফেলেন। অক্ষয় কুমার তো স্পষ্টই বলে ফেলেন, টুইঙ্কল খান্নার জীবন দর্শন তার মাথায় ঢোকে না। অক্ষয়ের কথায়, সহজ কিছু মধ্যেই কঠিন খুঁজে পান টুইঙ্কল, আবার কঠিনের মধ্যে সহজ। এমনকী, সম্পর্ক নিয়েও টুইঙ্কলের ভাবনা চিন্তা একেবারেই সাধারণ সমীকরণ থেকে বাইরে। সেই টুইঙ্কলই সম্প্রতি পরকীয়ার ব্যাপারে এমন এক উক্তি করে বসলেন, যা শুনে রীতিমতো বিতর্কের ঝড় বইল। সোশাল মিডিয়ার একাংশ তো টুইঙ্কলকে তুলোধনা করল কথায় কথায়। তবে সেই বিতর্কতে ইতি দিতে এবার মাঠে নামলেন টুইঙ্কল নিজেই।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। কাজলকে সঙ্গে নিয়ে একটা টক শো সঞ্চালনা করেন টুইঙ্কল। সেখানে হাজির হন বলিউডের তাবড় তারকারা। টুইঙ্কল ও কাজলের সেই টক শো রীতিমতো আনফিল্টারড। দুই নায়িকার প্রশ্নের ঠেলায় বিপর্যস্ত হয়ে পড়েন সেলেবের দল। একটি পর্বে এই টক শোয়ে অংশ নিয়েছিলেন সইফ আলি খান ও অক্ষয় কুমার। স্বামী বলেও, টুইঙ্কলের গুগলি প্রশ্নে ছাড় পাননি অক্ষয়। এই টক শোয়ে পরকীয়া নিয়ে বলতে গিয়ে, টুইঙ্কল নিজের মতের স্বপক্ষে জানান, পরকীয়া হল এক রাতের ব্যাপার। ব্যাপারাটা গুরুত্ব না দিলেই হল। একেবারে রাত গয়ি বাত গয়ি বিষয়।
টুইঙ্কলের এমন উক্তিতেই তৈরি হয় বিতর্ক। অনেকেই মনে করেন, টুইঙ্কলের এই উক্তি একেবারেই ভারতীয় সংস্কৃতিকে সমর্থন করে না। টুইঙ্কল নাকি এমন বক্তব্য রেখে, ভারতীয় সংস্কৃতিকে অসম্মান করেছেন। সম্প্রতি এই বিতর্ক নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়েই টুইঙ্কল বলেন, ”গোটাটাই একটা হালকা আড্ডা ছিল। খেলার ছলে বলা। এটা কোনও সম্পর্ক নিয়ে কঠিন আলোচনাসভা ছিল না। তাই আমার কথাকে গুরুত্ব না দেওয়াই ভাল। ”
