AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ঘরের ভিতর রণবীর-ক্যাটরিনা, হঠাৎ চিৎকার, কাঁদতে কাঁদতে ছুটে বেরিয়ে গেলেন ক্যাট! হলটা কী?

ক্য়াটরিনার সঙ্গে ব্রেকআপের সময়, যা ব্যবহার করেছিলেন রণবীর, তা কিন্তু বলিউড গুঞ্জনে এখনও কান পাতলে শোনা যায়। যতই ভিকি কৌশলের সঙ্গে সুখের সংসার হোক না কেন ক্য়াটের। সেই ভয়ানক দিনটা নাকি এখনও তাড়া করে বেরায় ক্যাটরিনাকে।

ঘরের ভিতর রণবীর-ক্যাটরিনা, হঠাৎ চিৎকার, কাঁদতে কাঁদতে ছুটে বেরিয়ে গেলেন ক্যাট! হলটা কী?
| Updated on: Mar 04, 2025 | 4:02 PM
Share

আলিয়া ও রণবীরের এখন সুখের সংসার। ছোট্ট রাহাকে নিয়ে দারুণ কাটাচ্ছেন দিন। কিন্তু এই রণবীরই এক সময় ছিলেন বলিউডের প্লেবয়। বিয়ে থেকে থাকতেন হাজার মাইল দূরে। তবে প্রেমে ছিলেন প্রায় বলিউডের সব নায়িকারই। সোনম কাপুর, নার্গিস ফকরি, দীপিকা পাড়ুকোন, ক্য়াটরিনা কাইফ, রণবীরের প্রেমিকার তালিকা লম্বা! শোনা যায়, দীপিকার অবসাদগ্রস্ত হওয়ার নেপথ্যেই রয়েছেন নাকি রণবীর। তবে ক্য়াটরিনার সঙ্গে ব্রেকআপের সময়, যা ব্যবহার করেছিলেন রণবীর, তা কিন্তু বলিউড গুঞ্জনে এখনও কান পাতলে শোনা যায়। যতই ভিকি কৌশলের সঙ্গে সুখের সংসার হোক না কেন ক্য়াটের। সেই ভয়ানক দিনটা নাকি এখনও তাড়া করে বেরায় ক্যাটরিনাকে।

সালটা ২০১৬। ক্য়াটরিনার সঙ্গে ব্রেকআপ করতে ছক কষছেন রণবীর। কিন্তু আবেগপ্রবণ ক্যাটরিনা সম্পর্ক টেকাতে শেষ পর্যন্ত লড়াই করে যাচ্ছেন। সেই সময় এক ফিল্মি ম্যাগাজিনে প্রকাশিত হয় এক বিস্ফোরক খবর। রণবীর নাকি ব্রেকআপের ঠিক আগের দিন নিজের বাড়িতে ডেকেছিলেন ক্যাটরিনাকে। বন্ধ ঘরে ক্যাটরিনাকে সোজা জানিয়ে ছিলেন, তিনি সম্পর্ক চান না। বিয়ে তো একেবারেই নয়। ক্য়াটরিনা অনেক বোঝানোর চেষ্টাও করেছিলেন। তবে রণবীর নাকি মেজাজ হারান। অকথ্য ভাষায় চিৎকার করেন ক্যাটরিনার উপর। রণবীরের এমন টক্সিক ব্যবহার সহ্য করতে না পেরে, ক্যাটরিনা হাউ হাউ করে কেঁদে ছুটে বেরিয়ে যান ঘর থেকে। এই পুরো বিষয়টা নাকি নীতু সিং নিজে চোখে দেখেছিলেন। যেহেতু ক্যাটরিনাকে তাঁরও পছন্দ ছিল না। তাই চুপ ছিলেন।

এসব তথ্য গসিপ ম্যাগাজিনকে শেয়ার করেন, কাপুর বংশের এক ঘনিষ্ঠ ব্যক্তি। তিনিই জানান, ক্যাটরিনার উপর কীভাবে চড়াও হয়েছিলেন রণবীর।