দাদার সঙ্গে চুটিয়ে প্রেম করে ভাইকে চুমু খাওয়ার প্রস্তাব নায়িকার! গোটা কাণ্ড হাঁ হয়ে দেখল ইন্ডাস্ট্রি
ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরে এমন সব কাণ্ড ঘটে যায়, যা সেই সময় তোলপাড় ফেলে দিলেও, গুঞ্জনপাড়ায় বরাবরই সুপারহিট। এমনই এক কাণ্ড ঘটেছিল ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী নার্গিসের সঙ্গে।

ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরে এমন সব কাণ্ড ঘটে যায়, যা সেই সময় তোলপাড় ফেলে দিলেও, গুঞ্জনপাড়ায় বরাবরই সুপারহিট। এমনই এক কাণ্ড ঘটেছিল ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী নার্গিসের সঙ্গে। যে ঘটনার কথা আজও রাজ কাপুরের পরিবারে আলোচনা হয় নানা আড্ডায়। আর এই ঘটনার মধ্যমণি ছিলেন শাম্মি কাপুর।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সময়টা চারের দশকের শেষ ও পাঁচের দশকের শুরু। বলিউডে কান পাতলেই শোনা যেত রাজ কাপুর ও নার্গিসের প্রেম কিসসা। রাজ ও নার্গিস এই প্রেম গুঞ্জন নিয়ে মুখ না খুললেও, রটে গিয়েছিল রাজ নাকি নার্গিসকে বিয়ে করেই ছাড়বেন। ঠিক এই সময়ই আওয়ারা ছবি তৈরির প্ল্য়ান করছেন রাজ কাপুর। কিন্তু সিনেমাপাড়ায় রটে গেল, নার্গিসের সঙ্গে রাজের এই প্রেম খুব একটা পছন্দ নয় রাজের বাবা পৃথ্বীরাজ কাপুরের। শোনা গিয়েছিল, নার্গিসকে রাজের জীবন থেকে সরাতে তিনিই নাকি আওয়ারা ছবি থেকে নার্গিসকে বাদ দেওয়ার কথা বলেছিলেন।
পৃথ্বীরাজের সেই কথা কানে আসে নার্গিসের। তারপরই ঘটল সেই ঘটনা। বরসাত ছবির শুটিং দেখতে এসে মেকআপ রুমে একদিন পা রাখলেন শাম্মি। দেখলেন নার্গিস হাউ হাউ করে কাঁদছেন। শাম্মিকে কাছে পেয়েই নার্গিস বলে উঠলেন, রাজের সঙ্গে আমার কোনও প্রেম নেই। আমাকে আওয়ারা ছবি থেকে বাদ দিও না। এই ছবিতে আমাকে নিলে তোমাকে চুমু খাব! নার্গিসের মুখে এমন কথা শুনে তো চমকে গেলেন শাম্মি।
এরপরের ঘটনা বেশ মজার। প্রেম গুঞ্জনকে ফুৎকারে উড়িয়ে আওয়ারা ছবিতে সুযোগ পেলেন নার্গিস। ছবি সুপারহিটও হল। এক ফিল্মি পার্টিতে নার্গিসকে দেখে, শাম্মি এগিয়ে গেলেন। আর দূর থেকেই অভিনেত্রী বলে উঠলেন, ভুল হয়ে গিয়েছে, আমি তোমায় চুমু খেতে পারব না! সেদিন গোটা ইন্ডাস্ট্রি হাঁ হয়ে দেখেছিল। শাম্মি কিন্তু নার্গিসের সেই রসিকতা যথেষ্ট বুঝতে পেরেছিলেন।

