সাবিত্রী চাইলেও, সত্যজিৎ চাননি! কোন কারণে অভিনেত্রীর থেকে নিজেকে দূরে রেখেছিলেন পরিচালক?
সুচিত্রা, সুপ্রিয়া, মাধবীর পাশাপাশি বাংলা সিনেমার আরেক কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। কমেডি চরিত্র হোক কিংবা গুরুগম্ভীর চরিত্র। অভিনয়ে সবাইকে টেক্কা দিতেন সাবিত্রী।

সুচিত্রা, সুপ্রিয়া, মাধবীর পাশাপাশি বাংলা সিনেমার আরেক কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। কমেডি চরিত্র হোক কিংবা গুরুগম্ভীর চরিত্র। অভিনয়ে সবাইকে টেক্কা দিতেন সাবিত্রী। এমনকী, খোদ উত্তম কুমারও হাঁ হয়ে দেখতেন সাবিত্রীর অভিনয়। প্রকাশ্যে প্রশংসাও করেছিলেন মহানায়ক। শুধু মহানায়ক নন, সত্যজিৎ রায় সেই সময় এক সাক্ষাৎকারে বলেছিলেন, সাবিত্রীর মতো অভিনেত্রী ভারতীয় সিনেমার পর্দায় খুবই বিরল। সব চরিত্রেই সাবলীল ছিলেন সাবিত্রী।
সত্য়জিতের কাছ থেকে এমন প্রশংসা পেয়ে স্বাভাবিকভাবেই সাবিত্রী খুশি হয়েছিলেন। কিন্তু এই প্রশংসা তাঁর মনের গোপনে লুকিয়ে থাকা আফসোসকে মুছে ফেলে পারেনি। বরং সত্যজিতের কাছে বহুবার অনুরোধও করেছিলেন তিনি। কিন্তু নানা অজুহাতে সাবিত্রীর সেই অনুরোধকে এড়িয়ে গিয়েছেন সত্যজিৎ।
এক বিনোদনমূলক ম্যাগাজিনকে সাক্ষাৎকার দিতে গিয়ে সাবিত্রী জানিয়ে ছিলেন, সত্যজিৎ রায় বহুবার আমার অভিনয়ের প্রশংসা করেছেন। কিন্তু তাঁর ছবিতে অভিনয় করার সুযোগ পাইনি। অনেকবার কথাও হয়েছিল, কিন্তু সেই আশাপূরণ হয়নি। এটা আমার আফসোস। হয়তো ভাগ্যে ছিল না।
সেই সময়কার এক বিনোদনমূলক ম্যাগাজিনের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সত্যজিৎ নাকি স্পষ্টই স্বীকার করেছিলেন, সাবিত্রীর দুর্দান্ত অভিনয়, ছবির চিত্রনাট্যকে ছাপিয়ে যায়, আমার ছবির ক্ষেত্রে সেটা ঘটাতে চায়নি। সাবিত্রীকে মাথায় রেখে চিত্রনাট্য আর লিখতে না পারার কারণেই এমন সিদ্ধান্ত।
